১৯০ জন যাত্রী নিয়ে দু’টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

নিজস্ব প্রতিবেদন : রানওয়েতে নামার সময় দুর্ঘটনার সম্মুখীন এয়ার ইন্ডিয়ার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট ‘আইএক্স-১৩৪৪’ যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যাবেলায় কেরলের কোঝিকোড় বিমানবন্দরে। বিমানটিতে ১৯০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। রানওয়েতে নামার সময় পিছলে গিয়ে এমন দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার কারণে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার সম্মুখীন হওয়া এই বিমানটি শুক্রবার দুবাই থেকে আসছিল। অবতরণের সময় রানওয়েতে বিমানের চাকা পিছলে বিমানটি খাদের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই দু’টুকরো হয়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে তাতে জানা গিয়েছে বিমানের পাইলট এবং কো পাইলটের মৃত্যু হয়েছে। তবে ১৮০ জন যাত্রী সুরক্ষিত রয়েছেন বলেও জানা গিয়েছে। আহতদের মধ্যে সদ্যোজাত রয়েছে বলেও খবর।

কেরলে প্রবল বৃষ্টি এই দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে গেছে। বৃষ্টির কারণে উদ্ধারকার্য কিছুটা হলেও ব্যাহত হচ্ছে বলে খবর এসেছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যে নম্বরগুলি হল 056546 3903, 0543090572, 0543090572, 0543090575।