Airtel গ্রাহকদের জন্য খারাপ খবর, বন্ধ হয়ে গেল সর্বনিম্ন এই রিচার্জ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে গ্রাহক সংখ্যার নিরিখে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও শিখরে থাকলেও পরিষেবা প্রদানের দিক দিয়ে অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় এয়ারটেল বেশ জনপ্রিয়। পাশাপাশি এয়ারটেল গ্রাহক সংখ্যার নিরিখে ভারতের দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। তবে এবার এই টেলিকম সংস্থার গ্রাহকদের জন্য একটি খারাপ খবর এসেছে। এখন থেকে আর এই সংস্থার গ্রাহকরা তাদের সর্বনিম্ন ৪৯ টাকার রিচার্জটি করতে পারবেন না।

বুধবার এয়ারটেলের তরফ থেকে তাদের রিটেলার বন্ধুদের ৪৯ টাকার রিচার্জটি বন্ধ হয়ে যাচ্ছে এমনটা জানিয়ে দেওয়া হয়। ঠিক তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই আর এই রিচার্জ করা যাচ্ছে না। এমনকি টকটাইম রিচার্জ করার ক্ষেত্রে ৫০ টাকার রিচার্জও বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এখন থেকে গ্রাহকদের সর্বনিম্ন রিচার্জ হিসাবে ৭৯ টাকার রিচার্জটি করতে হবে।

৭৯ টাকার রিচার্জে এয়ারটেল গ্রাহকরা পাবেন ৬৪ টাকা টকটাইম, ২০০ এমবি ডেটা, যার বৈধতা ২৮ দিন। কল চার্জ করা হবে লোকাল, এসটিডি এবং ল্যান্ড ফোন যেকোন নেটওয়ার্কে ৬০ পয়সা প্রতি মিনিট। অর্থাৎ এয়ারটেলের এই সিদ্ধান্তের পর মোটের ওপর যে সকল গ্রাহকরা প্রতিমাসে ৪৯ টাকা রিচার্জ করে তাদের সিমকার্ড টিকিয়ে রাখতে তাদের খরচ বাড়লো।

তবে এয়ারটেলের তরফ থেকে জানানো হয়েছে, তারা বর্তমানে অধিকাংশ গ্রাহককেই ১২৯ টাকা এবং ১৯৯ টাকার স্পেশাল রিচার্জ অফার দিচ্ছেন। এই দুটি রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কথা বলার পাশাপাশি ইন্টারনেট করার সুবিধাও রয়েছে।