সস্তায় বেশি ইন্টারনেটের Jio-Airtel-Vodafone-এর সেরা ৩টি প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব জুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে দফায় দফায় দেশজুড়ে চলছে লকডাউন। বর্তমানে দেশে অনলক পর্বের তৃতীয় পর্যায় শুরু হলেও আক্রান্তের সংখ্যা নিরিখে দেশের বহু অংশে অফিস কাছারি বন্ধ রয়েছে অথবা তার সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে। সময়সীমা কমে যাওয়ার পাশাপাশি কমানো হয়েছে কর্মীদের সংখ্যাও। আর তার জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ চলছে সর্বত্র। অন্যদিকে এখনো বন্ধ রয়েছে স্কুল কলেজ। যে কারণে বাড়ি থেকে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে বেশি পরিমাণে ইন্টারনেটের।

আর এই ইন্টারনেটের বিপুল চাহিদার কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলি নিয়ে এসেছে তাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ প্ল্যান। আনলিমিটেড কলের সুবিধার সাথে সাথে সস্তায় বেশি ইন্টারনেট পাওয়ার এই সকল রিচার্জ প্ল্যান।

জিওর ৩৪৯ টাকার প্ল্যান : বর্তমানে ভারতের সর্ববৃহৎ মোবাইল নেটওয়ার্ক কোম্পানি হল জিও। জিওর ইন্টারনেট প্যাকেজ রয়েছে বিভিন্ন রকমের। তবে ৩৪৯ টাকার প্ল্যানটিতে গ্রাহকরা প্রতিদিন করে পাবেন ৩ জিবি করে ইন্টারনেট। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিনের জন্য। জিও থেকে জিও আনলিমিটেড ফোন কল এবং অন্য কোন নেটওয়ার্কে ফোন করার জন্য ফ্রী ১ হাজার মিনিট পাবেন এই প্ল্যানটিতে। এছাড়াও প্রতিদিনে ১০০টি করে ফ্রী এসএমএস সঙ্গে অন্যান্য জিও অ্যাপগুলির সুযোগ নেওয়ার জন্য ফ্রি সাবস্ক্রিপশন থাকবে প্ল্যানে। অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১০০০ মিনিট শেষ হয়ে যাওয়ার পর মিনিটে ৬ পয়সা করে কাটা হবে।

এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান : ভারতের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক এয়ারটেল। এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসা এই প্ল্যানটিতে প্রতিদিন ১০০ টি করে ফ্রি এসএমএস আর যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাচ্ছেন। এর সঙ্গে থাকবে প্রতিদিন বাবদ ৩ জিবি করে ইন্টারনেট। এছাড়াও এই প্ল্যানের সাথে রয়েছে জি-৫, এয়ারটেল এক্সট্রিম আর উইঙ্ক মিউজিকের ফ্রী সাবস্ক্রিপশনও। এই প্ল্যানটির বৈধতা ২৪ দিনের জন্য।

ভোডাফোনের ২৯৯ টাকার প্ল্যান : গ্রাহকরা প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস করার সুবিধা সহ সঙ্গে ২ জিবি করে ইন্টারনেট পাবেন এই প্ল্যানে। এছাড়াও থাকবে আনলিমিটেড কলিং ও জি-৫ ও ভোদাফোন প্লে-র ফ্রি সাবস্ক্রিপশন। ২৯৯ টাকার এই প্ল্যানটির বৈধতা ২৮ দিনের জন্য। কখনো কখনো এই প্ল্যানে ডাবল ডেটা বেনিফিট পাওয়া যায়।