এক মাস থেকে এক বছর, প্রতিদিন ২.৫ জিবি ডেটা, ৫টি প্ল্যান আনল Airtel

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা রয়েছে তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে Jio। এই টেলিকম সংস্থা দেশের প্রথম স্থানে থাকলেও তাকে প্রতিনিয়ত টেক্কা দেওয়ার মরিয়া প্রচেষ্টায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Airtel। আর এবার দেশের বৃহত্তম এই টেলিকম সংস্থা প্রথম টেলিকম সংস্থাকে টেক্কা দিতে ৫টি নতুন প্ল্যান লঞ্চ করল। নতুন এই রিচার্জ প্ল্যানগুলিতে এক মাস থেকে এক বছরের ভ্যালিডিটি রয়েছে।

১) ৪৯৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে এয়ারটেলের তরফ থেকে। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি 5G ইন্টারনেট ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ২৮ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে তিন মাসের জন্য দেওয়া হচ্ছে Disney+ Hotstar মোবাইল, Xtream অ্যাপ, Wink সাবস্ক্রিপশন বিনামূল্যে।

২) ৮৩৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে এয়ারটেলের তরফ থেকে। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২ জিবি 5G ইন্টারনেট ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে তিন মাসের জন্য দেওয়া হচ্ছে Disney+ Hotstar মোবাইল, Xtream অ্যাপ, Wink সাবস্ক্রিপশন বিনামূল্যে।

৩) ৬৯৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে এয়ারটেলের তরফ থেকে। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ৩ জিবি 5G ইন্টারনেট ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৫৬ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ৫৬ দিনের জন্য দেওয়া হচ্ছে Amazon Prime মেম্বারশিপ, Xtream অ্যাপ, Wink সাবস্ক্রিপশন বিনামূল্যে।

৪) ৯৯৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে এয়ারটেলের তরফ থেকে। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি 5G ইন্টারনেট ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৮৪ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ৮৪ দিনের জন্য দেওয়া হচ্ছে Amazon Prime মেম্বারশিপ, Xtream অ্যাপ, Wink সাবস্ক্রিপশন বিনামূল্যে। এছাড়াও দেওয়া হচ্ছে RewardsMini-র সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ।

৫) ৩৩৫৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে এয়ারটেলের তরফ থেকে। নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২.৫ জিবি 5G ইন্টারনেট ডেটা। এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এর ভ্যালিডিটি ৩৬৫ দিন। এর পাশাপাশি এই রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের জন্য দেওয়া হচ্ছে Prime video মোবাইল মেম্বারশিপ,Disney+ Hotstar মোবাইল সাবস্ক্রিপশন বিনামূল্যে।