Airtel vs Jio: মাথায় হাত Jio-র, মাত্র ১ টাকা বেশি খরচে Airtel দিচ্ছে প্রতিদিন ৩ জিবি ডেটা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দিন দিন জিওর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেলেও পদে পদে জিওকে টেক্কা দিচ্ছে এয়ারটেল (Airtel vs Jio)। ইন্টারনেট স্পিড থেকে শুরু করে কলিং, বিভিন্ন অ্যাপের সাবস্ক্রিপশন ইত্যাদি কোন কিছুর দিক দিয়েই এখন এয়ারটেল জিওর থেকে পিছিয়ে নেই। উপরন্তু কোন কোন রিচার্জ প্ল্যানে এয়ারটেল তাদের গ্রাহকদের এমন সুবিধা দিচ্ছে, যে সকল সুবিধায় রীতিমতো মাথায় হাত পড়ছে জিওর।

Advertisements

এর পাশাপাশি পরিষেবার দিক দিয়ে গ্রাহকরা জিওর থেকে এয়ারটেলকে বিভিন্ন সময় এগিয়ে রাখছেন। বর্তমানে যদি মোবাইল গ্রাহকদের চাহিদার কথা বলা হয় তাহলে বলতেই হয়, অধিকাংশ গ্রাহক কিন্তু এখন আনলিমিটেড কলের থেকেও বেশি নজর দিচ্ছেন মোবাইল ডেটার দিকে। এখন অধিকাংশ গ্রাহকরা আনলিমিটেড কলের থেকে বেশি ডেটা চাইছেন। কেননা কলের থেকে এখন অনেক বেশি বেড়েছে ডেটার ব্যবহার।

Advertisements

আর এই বিষয়টির দিকে তাকিয়েই এবার এয়ারটেল জিওকে একটি রিচার্জ প্ল্যানে টেক্কা দিচ্ছে। যে রিচার্জ প্ল্যানটির কথা বলা হচ্ছে সেটি জিওর থেকে এয়ারটেল গ্রাহকদের মাত্র এক টাকা বেশি খরচ হবে। কিন্তু এক টাকা বেশি খরচ করলেই গ্রাহকরা পাচ্ছেন প্রতিদিন এক জিবি করে মোবাইল ডেটা বাড়তি। আবার ওই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা অধিকাংশ সব সুবিধায় পাচ্ছেন যা জিও দিয়ে থাকে। জিও এবং এয়ারটেলের যে দুটি রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে সেই দুটি রিচার্জ প্ল্যান হল যথাক্রমে ৩৯৮ এবং ৩৯৯ টাকা। মাত্র এক টাকার পার্থক্য হলেও জিও এবং এয়ারটেলের এই দুটি রিচার্জের রয়েছে বিশাল ফারাক।

Advertisements

জিও ৩৯৮ টাকা: জিও গ্রাহকরা ৩৯৮ টাকার প্ল্যান রিচার্জ করলে পান যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা। এর সঙ্গে রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা। এখন এই রিচার্জ প্ল্যানের সঙ্গে জিও আরো বাড়তি ৬ জিবি ডেটা দিচ্ছে। রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি হলো ২৮ দিন। এছাড়াও এই রিচার্জ প্ল্যান গ্রাহকদের দিচ্ছে Sony LIV, ZEE5 সহ বিভিন্ন ওটিটি প্লাটফর্মের সাবস্ক্রিপশন।

আরও পড়ুন ? Airtel beats Jio: ঘুম উড়ল আম্বানির! Jio-র থেকে ১০ টাকা কমে সস্তায় রিচার্জ প্ল্যান আনল Airtel

এয়ারটেল ৩৯৯ টাকা : এখন যদি এয়ারটেলের ৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে, মাত্র এক টাকা বেশি খরচে এয়ারটেল গ্রাহকরা অনেক বেশি ডেটা পাচ্ছেন। কেননা ৩৯৯ টাকায় এয়ারটেল গ্রাহকরা ২৮ দিন ভ্যালিডিটি পাবেন জিওর মতই। এছাড়াও জিওর মতই আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হচ্ছে। আবার জিওর মতোই Sony LIV এর পাশাপাশি বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। আর প্রতিদিন ডেটা দেওয়া হচ্ছে ৩ জিবি করে। অর্থাৎ জিওর থেকে প্রতিদিন ১ জিবি করে ডেটা বেশি দিচ্ছে এয়ারটেল।

এই দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে দুই নেটওয়ার্কের গ্রাহকরা 5G সাপোর্টেড স্মার্টফোন এবং 5G এলাকায় আনলিমিটেড 5G পরিষেবা পাবেন। সুতরাং দুটি রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে মাত্র এক টাকা বেশি খরচ করে Airtel গ্রাহকরা অনেক বেশি সুবিধা পাবেন, যা Jio গ্রাহকদের অনেক পিছিয়ে রাখছে।

Advertisements