Airtel, Vi, Jio, কোথায় লাভ কতটা, রইলো ২৮ দিনের রিচার্জের তফাৎ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে মূলত তিনটি টেলিকম সংস্থা Airtel, Vi এবং Jio নিজেদের মধ্যে প্রতিদ্বন্দিতায় রয়েছে। এই প্রতিদ্বন্ধিতার বাজারে একে অপরকে টক্কর দিতে প্রতিনিয়ত নানান ধরনের অফার লঞ্চ করে থাকে তারা। আবার এই প্রতিযোগিতার বাজারে বহু ক্ষেত্রেই লোকসানের মুখ দেখতে হয় সংস্থাগুলিকে।

এমত অবস্থায় সম্প্রতি Airtel এবং Vi যৌথভাবে নিজেদের ট্যারিফ রেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই দুই টেলিকম সংস্থার গ্রাহকদের খরচ বাড়ছে ২০-২৫%। তবে এখনো পর্যন্ত মূল্যবৃদ্ধির মতো কোনো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স Jio কে।

Airtel অথবা Vi-এর মত যতক্ষণ না মুকেশ আম্বানির টেলিকম সংস্থার Jio তাদের ট্যারিফ রেট বৃদ্ধি করার মতো কোনো সিদ্ধান্ত নিচ্ছে ততক্ষণ স্বাভাবিকভাবেই Jio গ্রাহকরা অনেক বেশি লাভবান যেকোনো রিচার্জ প্ল্যানের ক্ষেত্রেই। এমনিতেই এই টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যান অন্যান্যদের তুলনায় অনেকটাই সস্তা।

Airtel : রেট বৃদ্ধির পর এয়ারটেলের গ্রাহকদের ২৮ দিনের জন্য যেসকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেগুলি হল ৯৯, ১৭৯, ২৬৫, ২৯৯ এবং ৩৫৯ টাকা।

৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের টকটাইম দেওয়া হবে। এর ভ্যালিডিটি ২৮ দিন। কল রেট হবে প্রতি সেকেন্ডে এক পয়সা।

১৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, সারা মাসে ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৬৫ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৩৫৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

Vi : রেট বৃদ্ধির পর ভোডাফোন আইডিয়ার ২৮ দিনের জন্য যেসকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি হল ৯৯, ১৭৯, ২৬৯, ২৯৯ এবং ৩৫৯ টাকা।

৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে সংস্থার তরফ থেকে তাদের গ্রাহকদের টকটাইম দেওয়া হবে। এর ভ্যালিডিটি ২৮ দিন। কল রেট হবে প্রতি সেকেন্ডে এক পয়সা। মোট ডেটা ২০০ এমবি।

১৭৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, মোট ৩০০টি এসএমএস, সারা মাসে ২ জিবি ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৬৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

২৯৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

৩৫৯ টাকা : যেকোনো নম্বরে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ২ জিবি করে ডেটা। ভ্যালিডিটি ২৮ দিন।

অন্যদিকে বর্তমানে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স Jio-র ২৮ দিনের সেসকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি হল ১৯৯, ২৪৯ এবং ৩৪৯ টাকা। এছাড়াও এই টেলিকম সংস্থার ২৮ দিনের কমে ৯৮ এবং ১৪৯ টাকার দুটি রিচার্জ প্ল্যান রয়েছে।

৯৮ টাকা : প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ১৪ দিন।

১৪৯ টাকা : প্রতিদিন ১ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ২৪ দিন।

১৯৯ টাকা : প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ২৮ দিন।

২৪৯ টাকা : প্রতিদিন ২ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ২৮ দিন।

৩৪৯ টাকা : প্রতিদিন ১
৩ জিবি করে ডেটা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, আনলিমিটেড কল, ভ্যালিডিটি ২৮ দিন।