স্কুটিতে শুটিংয়ে মহাবিপদে অজয় দেবগণ! পিছন ধাওয়া হাজার হাজার মানুষের

অজয় দেবগন সম্প্রতি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাঁর আগত নতুন ছবি ‘ভোলা’ সিনেমার বেশ কিছু দৃশ্য দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। এই ছবিটির একটি দৃশ্যের ভিডিও অজয় তার ‘অজয় দেবগনস ফিল্ম’ নামক প্রোফাইলে পোস্ট করেন। আর সেই ভিডিওতেই দেখা যায় যে, তাঁকে একদল মানুষ তাড়া করছে। আর অজয় একটি স্কুটার চালিয়ে আসছেন। এই ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা তার ভক্তদের উদ্দেশ্যে লেখেন, তাঁর ভক্তরা যেন সবসময় স্কুটার চালাতে গিয়ে হেলমেট ব্যবহার করেন। যদিও তিনি নিজে এই দৃশ্য শ্যুটিং করার সময় হেলমেট পরেননি।

অজয় দেবগন তার ইনস্টাগ্রামে যে ভিডিওটি পোস্ট করেছেন, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, একটা খোলা জায়গায় অসংখ্য মানুষের জমায়েত, আর সেই ভিড়ের মধ্যে দিয়ে অভিনেতা জোর স্কুটার চালাচ্ছেন। আর যখনই তিনি স্কুটার চালানো শুরু করেন তখনই সেই জনগনের ভিড় তাঁকে তাড়া করতে শুরু করে। আসলে তাঁর ভক্তরা তাঁর এই দৃশ্যের ভিডিও বানানোর জন্য স্কুটারের পিছনে পিছনে ছুটছিলেন। যদিও এত চিৎকার চেঁচামেচির মধ্যেও অভিনেতার শ্যুটিংয়ের কাজে তারা কোনও ব্যাঘাত ঘটাননি।

অজয় তার ইনস্টাগ্রাম পোস্টে এটাও লেখেন যে, যখন কোনো ভালো কারণের জন্য জনতা আপনার পিছু নেয় তখন সেটাতে বেশ মজাই লাগে। তাই আমার ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ। আর এই প্রসঙ্গেই তিনি বলেন, তিনি হেলমেট পরেননি কারণ সেটা শ্যুটের একটা অংশ ছিল। কিন্তু সব সময় গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত। আর ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন আরোহীকে পেছনে বসিয়ে জোরে স্কুটার চালিয়ে যাচ্ছেন অজয় দেবগন, তার মাথায় হেলমেট নেই, চোখে আছে কালো ফ্রেমের চশমা, পরনে একটি বাহারি শার্ট আর কালো প্যান্ট। আর তাদের তাড়া করেছে কয়েকশ মানুষ।

অজয়ের পোস্টের কমেন্ট বক্সে এক ভক্ত কমেন্ট করে লেখেন যে, এটা নাকি কেবল মাত্র ভারতেই সম্ভব। আরেকজন বলেন, অজয় তার সুপার হিরো। অনেকে কমেন্টে অনেক ইমোজিও পোস্ট করেন। এক ভক্তের মতে অজয় হলেন বলিউডের রাজা। কেউ কেউ আবার ভালোবাসায় ভরিয়ে দেন অজয়কে। একজন আবার কমেন্টে লেখেন, ‘আমাদের সিংঘম!’

এই ভিডিওটি মূলত অজয়ের পরবর্তী সিনেমা ‘ভোলা’র জন্য দৃশ্যায়ন করা হচ্ছিল। ‘দৃশ্যম ২’-এর সাফল্যের পর এক মুহুর্ত নষ্ট না করে নতুন কাজে মন দিয়েছেন তিনি। আশা করা যায় ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি। অজয় দেবগণের পরিচালিত চতুর্থ ছবি হতে চলেছে এই সিনেমাটিই।