রাস্তায় নেমে অক্ষয় কুমারের ট্রাফিক নিয়ে বিশেষ অনুরোধ, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদন : বলিউড তারকা অক্ষয় কুমার ট্রাফিক পুলিশের বেশে নেমে পড়লেন রাস্তায়। ট্র্যাফিক নিয়ম ভেঙে চলা গাড়ি চালকদের ধরে অনুরোধ করলেন ট্রাফিক নিয়ম মেনে চলার। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

যদিও এই ভিডিওটি অক্ষয় কুমারের আগের ভিডিও। বলাই বাহুল্য, সেপ্টেম্বর মাস থেকে নতুন ট্রাফিক নিয়ম লাগু হবার পর দেশের বেশিরভাগ মানুষ ট্রাফিক নিয়ম নিয়ে চিন্তিত। আর সে সময়ই আবার ভাইরাল অক্ষয় কুমারের সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, অক্ষয় কুমার একজন ট্রাফিক পুলিশের বেশে রয়েছেন। আর একজন গাড়িচালক ট্রাফিক নিয়ম না মেনে নো এন্ট্রিতে চলে এসেছেন। আর সেখানে সঙ্গে সঙ্গে হাজির অক্ষয় কুমার। ওই ব্যক্তিকে আটকান এবং হাসতে শুরু করেন। তারপর শুরু হয় অক্ষয় কুমার এবং ওই ব্যক্তির মধ্যে কথোপকথন।

ভিডিওতে অক্ষয় কুমার ওই ব্যক্তিকে বলেন, “আপনার বাবা একজন মহান ব্যক্তি ছিলেন। আমি তাঁর খুব অনুরাগী, আমি তাঁর সমস্ত বই পড়েছি।” এমনকি অক্ষয় কুমার ওই ব্যক্তির বাবার প্রতি শ্রদ্ধাও জানান। আর তারপরেই ওই ব্যক্তির আপত্তি তোলেন, তার বাবা বেঁচে আছেন বলে। আর একথা শুনেই অক্ষয় কুমার শুরু করেন তাঁর বিভ্রান্তি হওয়ার অভিনয়।

আর তারপরই ওই ব্যক্তিকে অক্ষয় কুমার জিজ্ঞাসা করেন, “ওহ্! এটা আপনার বাবার রাস্তা নয়? তাহলে নো-এন্ট্রি জোনে গাড়ি নিয়ে ঢুকে আইন কেন ভাঙলেন তিনি?” আসলে অক্ষয় কুমার ওই ব্যক্তিকে শিক্ষা দেওয়ার জন্যই লোকমান্য তিলকের ছেলের সাথে কথা বলার মতো আচরণ করেছিলেন। কারণ, কয়ামেরাতে সাইন বোর্ডে লেখা রাস্তার নাম ছিল ‘লোকমান্য তীলক রোড’।

আসলে অক্ষয় কুমার ওই ব্যক্তিকে বুঝিয়েছেন, এই রাস্তাটি উনার বাবার নামে নয়। সঙ্গে সঙ্গে ওই গাড়িচালক নিজের ভুল বুঝতে পেরে বিব্রত হন। ওই ব্যক্তিকে জরিমানার পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলার প্রয়োজনীয়তা কতটা তাও বোঝান অক্ষয় কুমার। আর সবকিছু বুঝিয়ে ওই ব্যক্তি অক্ষয় কুমারকে উত্তর দেন, “রোড কিসিকে বাপকা নেহি হে”। আর তারপরেই অক্ষয় কুমারের উত্তর, “ভেরি গুড, চলিয়ে”।