বাংলার বিজেপি বিধায়কদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য ২০০ পার হলেও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিজেপি। তবে তারা আগের বিধানসভা নির্বাচনের তুলনায় ২৫ গুণ বিধায়ক বাড়িয়ে এই প্রথম ৭৭ জন বিধায়ক পাঠাচ্ছে বিধানসভায়। আর এই সকল বিধায়কদের নিরাপত্তায় এবার বিশেষ ব্যবস্থা নিতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রককে।

সোমবার শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের প্রতিটি বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এমনটাই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। ভোটের ফল প্রকাশের পর রাজ্যজুড়ে ভোট পরবর্তী যে অশান্তি ছড়িয়ে পড়েছে তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। তবে যদি কোন বিধায়ক নিরাপত্তা দিতে না চান সেক্ষেত্রে তার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়া হবে।

ভোটের আগে বিজেপির প্রার্থী ঘোষণা করার পর প্রার্থীদের নিরাপত্তা খাতিরে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল। সেই নিরাপত্তা ১০ মে প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বঙ্গ বিজেপির তরফ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করা হয় এই কেন্দ্রীয় নিরাপত্তা যেন রেখে দেওয়া হয়। আর এই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সাড়া দিয়ে কেন্দ্রীয় নিরাপত্তার মেয়াদ বাড়ানো হলো।

[aaroporuntag]
অন্যদিকে এটাও জানা যাচ্ছে যে, বিধায়করা ছাড়াও এবার নির্বাচনে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন তাদের নিরাপত্তা নিয়েও আলাদা চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। যদিও তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তা এখনই জানা যায়নি।