প্রথম দফা ভোটের সব বুথই স্পর্শকাতর, কি পরিকল্পনা নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদন : আগামী ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ দিয়ে শুরু হচ্ছে এবারের ভোট। প্রথম দফায় ভোট রয়েছে ৫ জেলার ৩০টি বিধানসভা কেন্দ্রে। যেগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাংশ। আর এই ৩০টি বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথকেই মুখ্য নির্বাচন কমিশনের তরফ থেকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার সাথে সাথে মোক্ষম চাল চালতে পরিকল্পনায় নেমেছে নির্বাচন কমিশন।

রাজ্যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হয়। জানা যাচ্ছে ভোটের সময় রাজ্যে মোট ১ হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে কমিশন। কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যে ২০১৯ এর লোকসভা নির্বাচনের তুলনায় স্পর্শকাতর এলাকার সংখ্যা বেড়েছে ১০%। আর এই সকল পরিস্থিতি খতিয়ে দেখেই কমিশনের তরফ থেকে ৮ দফা ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাহিনী মোতায়েন করতে পারে কমিশন। নির্বাচনী আধিকারিক ও পুলিশকর্তাদের উপর নজরদারির জন্য দিল্লি থেকে দুঁদে আধিকারিকদের পাঠানো হয়েছে ইতিমধ্যেই।

স্পর্শকাতর বুথের ক্ষেত্রে কি কি ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন

কমিশনের তরফ থেকে যেসকল বুথগুলিকে স্পর্শ কাতর ঘোষণা করা হয়েছে সেই সকল বুথে থাকবে বাড়তি নিরাপত্তা। বাড়তি নিরাপত্তার পাশাপাশি থাকবে ভিডিও রেকর্ডিং-এর ব্যবস্থা। আর এই প্রথম দফা নির্বাচনের আগেই কমিশনের তরফ থেকে ৪৯৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে মনে করা হচ্ছে। তবে এই কেন্দ্রীয় বাহিনী কোন কোন এলাকায় মোতায়েন হবে তা এখনও স্পষ্ট নয়।

[aaroporuntag]
তবে এটাও জানা যাচ্ছে, বুথে আধাসামরিক বাহিনীর জাওয়ানরা নিয়োগ থাকবেন। বুথের ২০০ মিটার পর্যন্ত এলাকা থাকবে তাদের নিয়ন্ত্রণে, এমনটাই চিন্তাভাবনা চলছে। প্রতি বুথে ৬ থেকে ৮ জন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পথে হাঁটতে পারে কমিশন। আর বুথের সমস্ত নিয়ন্ত্রণ কেন্দ্রীয় বাহিনীর হাতে থাকার পাশাপাশি রাজ্য পুলিশও মোতায়েন থাকবে।