EMI-এর সুদের উপর সুদ মুকুব, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি জানা জরুরি

নিজস্ব প্রতিবেদন : দেশে লকডাউন জারি হওয়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে নাগরিকদের স্বস্তি দেওয়ার জন্য EMI দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। কিন্তু পরে দেখা যায় এই ঋণের সুদের উপর সুদ বসাচ্ছে ব্যাঙ্ক। যা নিয়ে আরও বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। যদিও এই সুদের উপর সুদ বহন করবে কেন্দ্র সরকার বলে নির্দেশিকা জারি করেছে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি জেনে রাখা জরুরি।

সুদের উপর সুদ মওকুফের বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গত ২৩ শে অক্টোবর যে নির্দেশিকা জারি করেছেন তাতে বলা হয়েছে ব্যাঙ্ক এবং অন্যান্য লোন প্রদানকারী সংস্থাগুলি মোরাটোরিয়ামের ক্ষেত্রে দু’কোটি টাকা পর্যন্ত লোনের ক্ষেত্রে সুদের উপর যে সুদ নিয়েছে তা মুকুব করে গ্রাহকদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে হবে। আর সেই টাকা কেন্দ্র সরকারের তরফ থেকে ব্যাঙ্ক এবং ঋণ প্রদানকারী সংস্থাগুলিকে দেওয়া হবে। আর এই পদক্ষেপে লক্ষ লক্ষ ক্ষুদ্র ঋণ গ্রহীতারা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

তবে এই সুদের উপর সুদ মুকুবের ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তা হলো, এমএসএমই, শিক্ষা, অটোমোবাইল, ভোগ্যপণ্য, আবাসন, ক্রেডিট কার্ডের বকেয়া এবং ব্যক্তিগত লোনের ক্ষেত্রে যে সকল গ্রাহকরা অভিন্নতা বজায় রাখতে মোরাটোরিয়ামের আবেদন করেননি এবং ঋণগ্রহীতা সমস্ত রকম মানদণ্ড পূরণ করেছেন তাদের ক্ষেত্রে ৫ নভেম্বরের মধ্যে এই সুদের উপর সুদ মুকুব হবে।

এর পাশাপাশি সেই সমস্ত গ্রাহকরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না যাদের অ্যাকাউন্ট ২২ ফেব্রুয়ারি ২০২০তে এনপিএ (NPA) হিসেবে ঘোষিত হয়েছে।

অন্যদিকে যে সকল ঋণগ্রহীতারা মোরাটোরিয়ামের সুযোগ না নিয়ে সঠিক সময়ে ঋণের টাকা শোধ করেছেন তাদের পুরস্কার হিসাবে ক্যাশব্যাক দেওয়া হবে। এর ফলে বকেয়া টাকার পরিমাণ কমবে এবং EMI-এর পরিমাণও কমে যাবে।