অল্প খরচে BSNL নিয়ে এলো এক দুর্দান্ত রিচার্জ প্ল্যান

নিজস্ব প্রতিবেদন : ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা BSNL এবার তাদের গ্রাহকদের জন্য অল্প দামে কম খরচে নিয়ে এলো একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান। আর এই রিচার্জ প্ল্যানের দরুন BSNL গ্রাহকরা অল্প খরচের মধ্যেই তাদের মোবাইল চালাতে পারবেন।

ভারতের টেলিকম বাজারে Reliance Jio আসার পর অন্যান্য টেলিকম সংস্থাগুলি একপ্রকার ধরাশায়ী হয়ে পড়ে। অন্যান্য প্রতিটি টেলিকম সংস্থার মত BSNL-ও তাদের গ্রাহক সংখ্যা হারাতে শুরু করে। তবে ২০১৯ সালের শেষের দিকে যখন প্রতিটি টেলিকম সংস্থার গ্রাহকদের মোবাইল খরচ বাড়ায় তখন থেকে BSNL-এর গ্রাহক সংখ্যা পুনরায় বাড়তে শুরু করে। বর্তমান সময়ে তারা গ্রাহক সংখ্যা বাড়িয়ে অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে প্রতিযোগিতায় নিজেদের স্থান দখল করে ফেলেছে।

আর এই প্রতিযোগিতার বাজারে অন্যান্য টেলিকম সংস্থারগুলির মত BSNL-ও তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসছে নতুন নতুন অফারের রিচার্জ প্ল্যান। আর এবার BSNL স্বল্প মূল্যের মধ্যে ৪৯ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো তাদের গ্রাহকদের জন্য।

৪৯ টাকা রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জ করার পর আলাদা করে আর কোন ভ্যালিডিটি রিচার্জ করার প্রয়োজন নেই। ৪৯ টাকার এই রিচার্জ প্ল্যানে রয়েছে BSNL থেকে যে কোন নেটওয়ার্কে কল করার জন্য ১০০ মিনিট বিনামূল্যে। এর পাশাপাশি রয়েছে ২ জিবি ডেটা এবং বিনামূল্যে ১০০টি SMS। ফ্রি মিনিট শেষ হয়ে যাওয়ার পর যে কোন নেটওয়ার্কে কল করার জন্য প্রতি মিনিটে চার্জ করা হবে ৪৫ পয়সা।