আজ শ্রাবণ শিবরাত্রি, জেনে নিন নির্ঘন্ট

নিজস্ব প্রতিবেদন : শ্রাবণ মাসকে দেবাদিদেব শিবের মাস বলা হয়। এই মাসে শিবকে সন্তুষ্ট করতে অনেকেই ষোল সোমবার করেন। আবার পুরো শ্রাবণ মাস জুড়েই অনেকে শিব ঠাকুরের আরাধনা করেন। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শ্রাবণ শিবরাত্রি পালন করা হয়।

এই শ্রাবণ মাসের ১৯শে জুলাই রবিবার অর্থাৎ আজ বেলা ১২ টা ৪১ মিনিটে শ্রাবণ শিবরাত্রির তিথি শুরু হবে। এই তিথি শেষ হবে ২০ই জুলাই সোমবার ১২:১০ মিনিটে।

আর যদি কেউ রাত্রে শিবরাত্রি পালন করতে চান সে ক্ষেত্রে সময় হলো বেলা ১২:০৭ থেকে রাত্রি ১২:১৭ মিনিট পর্যন্ত। যারা শিবকে তুষ্ট করতে চান তারা এই শিবরাত্রি করেন।

শ্রাবণ শিবরাত্রি পুজোর কিছু নিয়ম জেনে নিন

শ্রাবণ শিবরাত্রির দিন সকালে স্নান করে পুজোর ঘরে প্রদীপ জ্বালান ভক্তরা। বাড়ির শিবলিঙ্গকে ভক্তিযুক্ত মনে গঙ্গার জল দিয়ে অভিষেক করানো হয়। যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই তারা মন্দিরে গিয়ে শিবরাত্রির পুজো দেন।

পুজো করার পর শিবের আরতি করে প্রদীপ জ্বেলে উপবাস রীতি পালন করেন ভক্তরা। আজকের দিনে সকল ভক্তরা নিরামিষ আহার গ্রহণ করেন। আর এই ভাবেই তারা দেবাদিদেব শিবকে তুষ্ট করার চেষ্টা করেন। বলা হয় ভোলেবাবা খুব অল্পেই সন্তুষ্ট হয়। যারা ভোলে বাবার কৃপা পেতে চান তারা অবশ্যই আজকে নিরামিষভোজন করুন।

কথায় আছে শ্রাবণ শিবরাত্রির দিন মন থেকে যদি কেউ কিছু চান, তাহলে ভোলেবাবা তার মনস্কামনা পূর্ণ করেন। আজকের দিনে উপবাসের সঙ্গে সঙ্গে অবশ্যই শিব স্তুতি করুন ও শিব স্ত্রোত্র ভক্তি সহকারে পাঠ করুন। এতে সহজেই ভোলেবাবা তুষ্ট হবেন ও আপনার মনষ্কামনা অচিরেই পূর্ণ হবে।