হাতে মাত্র কয়েক ঘন্টা, আইপিএল শুরুর আগে খুঁটিনাটি ৫টি প্রশ্নোত্তর

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে শনিবার বিদেশের মাটিতে শুরু হতে চলেছে ১৩তম আইপিএলের আসর। আর এই টানাপোড়েন ছাড়াও আইপিএলের গুরুত্ব আরও বেশি, কারণ দীর্ঘ পাঁচ মাস গৃহবন্দি থাকার পর ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামতে চলেছেন। হাতে মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শুরু হয়ে যাবে চলতি মৌসুমের গুরুত্বপূর্ণ আইপিএল প্রতিযোগিতা।

তবে চলতি বছর আইপিএল শুরু হওয়ার আগে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। এই প্রশ্নগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল, ভারতীয় সময়ে কখন আইপিএল খেলা দেখা যাবে, কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে, কত দিনের খেলা, আইপিএলে চিয়ার লিডার দেখা যাবে কিনা ইত্যাদি। আর এই সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তর নিয়েই হাজির হয়েছি আমরা।

১) মোট কত দিনের খেলা?

চলতি বছর আইপিএল শুরু হচ্ছে ১৯শে সেপ্টেম্বর। প্রতিযোগিতার ফাইনাল ১০ই নভেম্বর। এবারের প্রতিযোগিতায় মোট ৫৩ দিনের।

২) আইপিএল ২০২০ তে চিয়ার লিডার দেখতে পাওয়া যাবে?

না। আইপিএলের ইতিহাসে এবছর প্রথম দেখা যাবে না চিয়ার লিডারদের। করোনাতঙ্কের মাঝে চলতি বছর লিগ শুরু হওয়ায় চিয়ার লিডারদের বাদ দিয়েই চলবে আইপিএল প্রতিযোগিতা।

৩) মাঠে কি দর্শকরা প্রবেশ করতে পারবেন?

করোনাতঙ্ক কাটিয়ে বিশ্বের বেশ কয়েকটি খেলার মাঠে দর্শকদের প্রবেশ করার অনুমতি দিলেও আইপিএল প্রতিযোগিতায় দর্শকরা খেলা দেখার জন্য মাঠে প্রবেশ করতে পারবেন না।

৪) ভারতীয়রা কোন চ্যানেল অথবা ওটিটি প্লাটফর্মে সরাসরি আইপিএল দেখতে পারবেন?

টিভির পর্দায় সরাসরি আইপিএল দেখা যাবে স্টার স্পোর্টস-১ এবং স্টার স্পোর্টস-৩ এই দুটি পে চ্যানেলে। ওটিটি প্লাটফর্ম বলতে ডিসনি প্লাস হটস্টারে সরাসরি দেখা যাবে আইপিএল প্রতিযোগিতা।

৫) ভারতে কোন সময় দেখা যাবে খেলা?

ভারতীয়রা দুপুর সাড়ে তিনটে এবং রাত্রি সাড়ে সাতটা এই দুটি সময়ে সরাসরি খেলা দেখতে পাবেন। অর্থাৎ যে সকল ম্যাচগুলি দুপুরে রয়েছে সেগুলি শুরু হবে ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটে এবং সন্ধ্যার ম্যাচগুলি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।