Jio Phone গ্রাহকদের জন্য All in One প্ল্যান নিয়ে এলো জিও, লাগবে না মিনিটে ৬ পয়সা

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের শুরুতে জিও হঠাৎ করে ঘোষণা করে ১০ই অক্টোবরের পর থেকে জিও গ্রাহকদের IUC চার্জের জন্য অন্য নেটওয়ার্কের নাম্বারে কল করার জন্য মিনিটে ৬ পয়সা করে গুণতে হবে। আর এই ঘোষণার পর জিওর একচেটিয়া ব্যবসায় ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে অন্যান্য টেলিকম অপারেটর সংস্থারা। জিওর এই কল চার্জ ঘোষণার সুযোগকে কাজে লাগিয়ে এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, আইডিয়া নিজেদের গ্রাহক বাড়াতে উঠে পড়ে নেমে পড়ে বাজারে। তারা জিওকে টেক্কা দিতে ঘোষণা করে তাদের গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করার জন্য কোনরকম আলাদা IUC চার্জ গুনতে হবে না যদি মাসিক ফ্রি প্ল্যান রিচার্জ করা থাকে।

জিওর এই IUC চার্জ ঘোষণা নিয়ে যখন দেশের অজস্র জিও গ্রাহক প্রশ্ন তুলতে শুরু করলে নিজেদের গ্রাহক ধরে রাখতে একপ্রকার চাপে পরে জিও তাদের স্মার্টফোন গ্রাহকদের জন্য নতুন ৪টি রিচার্জ প্ল্যান ঘোষণা করে গ্রাহকদের চমক দেয়। যে নতুন প্যাকগুলি রিচার্জ করলে অন্য নেটওয়ার্কে কল করার জন্য আলাদা করে আর টপ আপ ভরতে হবে না। যেমন ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫ টাকার প্ল্যান। এই প্ল্যানগুলি যেমন গ্রাহকরা রিচার্জ করার জন্য ব্যবহার করতে পারবেন, নতুন কানেকশন নেওয়ার এক্ষেত্রেও বেছে নিতে পারবেন।

কিন্তু জিও ফোন গ্রাহকদের কি হবে! সে কথা মাথায় রেখে জিও আবার নতুন করে জিও ফোন গ্রাহকদের জন্য চারটি All in One রিচার্জ প্ল্যান নিয়ে এলো। এগুলি হল ৭৫ টাকা, ১২৫ টাকা, ১৫৫ টাকা আর ১৮৫ টাকার।

৭৫ টাকা : এই নতুন রিচার্জে জিও ফোন গ্রাহকরা সারা মাসে ৩ জিবি হাইস্পিড ইন্টারনেট সহ জিও থেকে জিও আনলিমিটেড কল করার পাশাপাশি অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পাওয়া যাবে। হয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।

১২৫ টাকা : এই নতুন রিচার্জে জিও ফোন গ্রাহকরা সারা মাসে ১৪ জিবি হাইস্পিড ইন্টারনেট (প্রতিদিন ৫০০ এমবি) সহ জিও থেকে জিও আনলিমিটেড কল করার পাশাপাশি অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পাওয়া যাবে। হয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।

১৫৫ টাকা : এই নতুন রিচার্জে জিও ফোন গ্রাহকরা সারা মাসে ২৮ জিবি হাইস্পিড ইন্টারনেট (প্রতিদিন ১ জিবি) সহ জিও থেকে জিও আনলিমিটেড কল করার পাশাপাশি অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পাওয়া যাবে। হয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।

১৮৫ টাকা : এই নতুন রিচার্জে জিও ফোন গ্রাহকরা সারা মাসে ৫৬ জিবি হাইস্পিড ইন্টারনেট (প্রতিদিন ২ জিবি) সহ জিও থেকে জিও আনলিমিটেড কল করার পাশাপাশি অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৫০০ মিনিট পাওয়া যাবে। হয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস করার সুবিধা। এই প্ল্যানের বৈধতা ২৮ দিন।

তবে এই মিনিটের সংখ্যা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকদের আলাদা করে টপ আপ ভরে মিনিটে ৬ পয়সা দিয়ে অন্য নেটওয়ার্কে ফোন করতে হবে। এবিষয়ে অবশ্য রিলায়েন্স জিও সংস্থা একটি পরিসংখ্যান অনুযায়ী জানিয়েছে,দেখা গিয়েছে ভারতের বেশিরভাগ গ্রাহক সারা মাসে গড়ে ২০০ মিনিট জিও ছাড়া অন্য মোবাইল নেটওয়ার্কে ফোন করে থাকে। সুতরাং এই ফ্রি মিনিট দেওয়ার পর আশা করা যায় আলাদা করে আর টপ আপ রিচার্জ করতে হবে না।

IUC র জন্য মিনিটে ৬ পয়সা করে জিওর ঘোষণার পর বিপুল সংখ্যক গ্রাহক জিও থেকে মুখ ঘুরিয়েছেন। আর সে কারনে গ্রাহকদের ধরে রাখতে জিও বারংবার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের সামনে তুলে ধরতে চাইছে এই IUC চার্জ সাময়িক।