এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে খরচ কত

নিজস্ব প্রতিবেদন : এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ড এখন অনেকের কাছেই পরিচিত। ইদানিংকালে রাজ্যের শাসকদলের তাবড় তাবড় নেতাদের একাধিকবার এই ওয়ার্ডে ভর্তি হওয়ার পরিপ্রেক্ষিতে তা পরিচিতি লাভ করেছে। এই উডবার্ন ওয়ার্ড ব্রিটিশ আমলে তৈরি এবং এখানে ভিআইপিদের চিকিৎসা করা হয়ে থাকে। অন্যদিকে নিন্দুকেরা বলে থাকেন, সিবিআই অথবা ইডি-র ডাক পেলেই শাসক দলের নেতারা ঢুকে পড়েন এই উডর্বান ওয়ার্ডে।

বুধবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের যখন সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা, সেই সময় তাকে লক্ষ্য করা যায় হঠাৎ এসএসকেএমের উডর্বান ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হতে। বারংবার শাসক দলের নেতাদের এই উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষদের মধ্যে কৌতূহল এই ওয়ার্ড কি? এই ওয়ার্ডে ভর্তি হতে কত খরচ? ভর্তি হওয়ার কি কি নিয়ম রয়েছে?

এসএসকেএম হাসপাতালে একটি ব্লক হলো উডবার্ন। তিনতলার এই ব্লকের একতলায় থাকেন সাধারণ চিকিৎসার রোগীরা। এরপর দুতলা এবং তিন তলায় রয়েছে কেবিনগুলি। সেন্ট্রাল এসি যুক্ত দোতলার কেবিনগুলি কোনটির সিঙ্গেল বেডের আবার কোনোটি ডবল।

প্রতিটি কেবিনে হল লাক্সারি কেবিন। চিকিৎসকেরা বললে যে কেউ থাকতে পারেন এই কেবিনে। বেডের খরচ প্রতিদিন ২ থেকে ৪ হাজার টাকা। খাওয়া-দাওয়া এবং ওষুধ খরচ আলাদা। তবে ডাক্তারের জন্য আলাদা করে কোনো খরচ দিতে হয় না।

এই উডর্বান ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়ার আগে রোগীকে আউটডোর অথবা এমার্জেন্সিতে গিয়ে প্রথমে ডাক্তার দেখাতে হয়। সেখানে চিকিৎসকদের অনুমোদনের ভিত্তিতে এই ব্লকের কোন কেবিনে ভর্তি হওয়া যায়। এই ওয়ার্ডের কেবিনে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা নেই। প্রয়োজনমতো ব্লকের জুনিয়র ডাক্তার অথবা নার্সরা চিকিৎসকদের ডেকে পাঠান। চিকিৎসকরা যে রোগীকে কোল্ড কেস অর্থাৎ হঠাৎ করে কিছু হওয়ার মতো সম্ভাবনা নেই মনে করেন তাঁদের এই ব্লকে পাঠান।