১ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম বাতিল, রইলো ভোটার তালিকা সংশোধনের পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : আসছে বছর বাংলার বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনই ঠিক করে দেবে আগামী পাঁচ বছর রাজ্যের শাসন ভার কোন রাজনৈতিক দলের হাতে বর্তাবে। তবে ভোটের ভবিষ্যৎ যাই হোক না কেন ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বাংলায়। আর এই পরিস্থিতিতে বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হলো খসড়া ভোটার তালিকা।

এই খসড়া ভোটার তালিকায় যদি কারোর ক্ষেত্রে কোন ভুল-ভ্রান্তি হয়ে থাকে তাহলে তা সংশোধন করে নেওয়াটা অত্যন্ত জরুরী। আর সেই সংশোধন কিভাবে হবে তার সম্পর্কে এদিন স্পষ্টভাবে জানিয়েছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা হল ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮ জন। যাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে ৩ কোটি ৬৭ লক্ষ ২ হাজার ৫৯০ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৫১ লক্ষ ৪৫ হাজার ২৮৮ জন। পাশাপাশি তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৪৩০ জন।

সদ্য প্রকাশিত এই খসড়া ভোটার তালিকায় নতুন করে ৩৯,১৭৬ জনের নাম ঢোকানো হয়েছে। আর এই নাম ঢোকানোর পাশাপাশি ভোটার তালিকা থেকে বাতিল হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ভোটারের নাম।

ভোটার তালিকা সংশোধন করার পদ্ধতি

সদ্য প্রকাশিত হওয়া খসড়া ভোটার তালিকা কোন ব্যক্তির নাম, ঠিকানা, জন্মতারিখ অথবা অন্য কোনো ভুলভ্রান্তি থাকলে তা ওই ব্যক্তি ১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করে সংশোধন করিয়ে নিতে হবে। এরপর ২০২১ সালের ৫ ই জানুয়ারি সেই আবেদন খতিয়ে দেখা হবে এবং জানুয়ারি মাসের ১৫ তারিখ সংশোধনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে আবেদনের জন্য বিভিন্ন ফর্মের কথা উল্লেখ করা হয়েছে। যেমন ৬ নম্বর ফর্মের মাধ্যমে নাম ট্রান্সফার করা যাবে। ভোটার তালিকা থেকে নাম মুছে দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম ব্যবহার করতে হবে। ভোটার তালিকায় কোন তথ্য ভুল থাকলে তা সংশোধন করার জন্য ব্যবহার করতে হবে ৮ নম্বর ফর্ম। একই বিধানসভা এলাকায় পোলিং স্টেশন পরিবর্তন করার জন্য আবেদন করতে হবে ৮এ ফর্মের মাধ্যমে। পাশাপাশি কোন ব্যক্তি যদি পুরাতন ভোটার আইডি কার্ড পরিবর্তন করে রঙিন ছবি যুক্ত ভোটার আইডি কার্ড পেতে চান তাহলে তাকে আবেদন করতে হবে এপিক-১ ফর্মে।

জেনে রাখা ভালো যে ভোটার তালিকায় নিজের কোনো তথ্য ভুল আছে কিনা তা জানার জন্য SMS পদ্ধতি রয়েছে। অর্থাৎ নিজের ভোটার তালিকার তথ্য পাওয়ার জন্য কোন ব্যক্তি WB স্পেস EC স্পেস ভোটার আইডি কার্ড নম্বর লিখে ৫১৯৬৯ নম্বরে পাঠালে সেই ব্যক্তি এসএমএসের মাধ্যমে তার ভোটার তালিকার তথ্য পেয়ে যাবেন।