প্রাথমিক স্কুলের ছাত্রীদের শারীরিক নির্যাতনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের মল্লারপুরের আম্বা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ তুললো স্কুলের ছাত্রীরা এবং অভিভাবকরা। ঘটনায় ওই স্কুলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্কুলের শিক্ষক অরূপ মাস্টারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরা। স্কুলের ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শিক্ষক স্কুলের ছাত্রীদের ওপর শারীরিক নির্যাতন চালাচ্ছেন। অভিযুক্ত ওই শিক্ষক স্কুলে থাকলে আমরা স্কুল আসবো না।

অভিভাবকরা জানান, গতকাল আমরা ঘটনায় কথা জানতে পারি তারপর আজ স্কুলে এসে বিক্ষোভ দেখায়। আমাদের দাবি ওই শিক্ষককে এখান থেকে সরিয়ে নিতে হবে। তা না হলে আমাদের ছাত্র ছাত্রীরা স্কুলে যাবে না।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় অভিভাবকদের বিক্ষোভের মুখ থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে নিয়ে আসেন তারা।