ট্রেনের টিকিট বুকিংয়ে মিলছে ১০-১২ শতাংশ ছাড়, জেনে নিন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের টিকিট বুক করা মানেই আর IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইট নয়, এবার ভারতীয় রেলের টিকিট বুক করা যাবে Amazon থেকেও। সম্প্রতি Amazon-এর তরফ থেকে এই পরিষেবা চালু করার কথা ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার সাথে সাথে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টের সুযোগও। আর এই টিকিট বুক করার সুবিধা পাওয়া যাচ্ছে Amazon মোবাইল অ্যাপ থেকে।

IRCTC-র সাথে গাঁটছড়া বেঁধে Amazon এই সুবিধা নিয়ে এসেছে। এই সুবিধা আনার পাশাপাশি সংস্থার তরফ থেকে তাদের অ্যাপ থেকে টিকিট বুক করলে কোনরকম সার্ভিস চার্জ লাগবে না বলেও ঘোষণা করেছে। ফলে যাত্রীরা টিকিট বুক করার সময় অনেকটা সাশ্রয় করতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Amazon-এর তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, তাদের অ্যাপ থেকে যেসকল যাত্রীরা ট্রেনের টিকিট বুক করবেন তাদের প্রথমবার টিকিট বুক করার ক্ষেত্রে দেওয়া হবে ১০% ছাড়। অন্যদিকে যাদের Amazon প্রাইম মেম্বারশিপ রয়েছে তারা একই পদ্ধতিতে পাবেন ১২% ছাড়। তবে এই ছাড়া পাওয়ার ক্ষেত্রে সংস্থার তরফ থেকে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে।

১) শর্ত অনুযায়ী টিকিট বুক করার সময় যাত্রীদের Amazon পে-এর মাধ্যমেই পেমেন্ট করতে হবে।

২) ডিসকাউন্ট অর্থাৎ ছাড়ের সর্বোচ্চ সীমা হলো ১০০ টাকা।

৩) এই ডিসকাউন্ট অফার সীমিত সময়ের জন্য। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে আপাতত ১৫ ই নভেম্বর পর্যন্ত এই অফার চলবে।

ট্রেনের টিকিট বুক করার ক্ষেত্রে IRCTC-র অফিশিয়াল ওয়েবসাইটে যেমন যেমন সুবিধা পাওয়া যায় ঠিক তেমনি সুবিধা পাওয়া যাবে Amazon অ্যাপেও। অর্থাৎ স্টেশনের নাম, ট্রেন সম্পর্কিত নানান খোঁজখবর সব সুবিধা রয়েছে। এছাড়াও পিএনআর (PNR) নম্বর দিলে জানা যাবে ট্রেনের বর্তমান স্ট্যাটাস।