Dhoni’s wife Sakshi’s property will surprise even big businessmen: প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের হয়তো শেষ লগ্ন। আলোচনা চলছে এটাই হয়তো তার জীবনের শেষ আইপিএল। কিন্তু এই ব্যাপারে প্রকাশ্যে এখনো মুখ খোলেননি মহেন্দ্র সিং ধোনি। তার দল চেন্নাই সুপার কিংস প্লেঅফে খেললেও তাকে নিয়ে জল্পনা সবসময়ই তুঙ্গে। সোশ্যাল মিডিয়া থেকে তিনি নিজেকে দূরে রাখলেও ব্যক্তিগত জীবন যাপন করতে এতটুকুও কার্পণ্য করেননি প্রাক্তন অধিনায়ক। ঝাড়খণ্ডের নাগরিকদের মধ্যে সবথেকে বেশি কর দিয়েছেন তিনি। তবে সম্পত্তির দিক থেকে পিছিয়ে নেই স্ত্রী সাক্ষী ধোনি (Properties of Sakshi Dhoni)।
একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে যে, বর্তমানে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির মোট সম্পত্তির (Properties of Sakshi Dhoni) পরিমাণ হলো ৪১ কোটি টাকা। শুনলে সত্যি অবাক হয়ে যাবেন আপনারাও। এদিকে প্রাক্তন ভারত অধিনায়ক এর সম্পত্তির পরিমাণ হলো মত ১০৩০ কোটি টাকা।
আপনারা কি জানেন মহেন্দ্র সিং ধোনির আয় সম্পর্কে? তিনি শেষ ষোলটা মরশুম থেকে মোট আয় করেছেন ১৭৮ কোটি টাকা। এছাড়াও তিনি চেন্নাই সুপার কিংস থেকে পাচ্ছেন একটা মোটা অংকের বেতন। টাকার পরিমাণ শুনলে আপনি আশ্চর্য না হয়ে পারবেন না। বর্তমানে তিনি বেতন হিসাবে CSK থেকে পাচ্ছেন ১২ কোটি টাকা। তবে সম্পত্তির দিক থেকে কোথাও পিছিয়ে নেই ধোনি পত্নী। তার সম্পত্তির পরিমাণ (Properties of Sakshi Dhoni) দেখে অবাক হবেন বড় বড় ব্যবসায়ীরাও।
বর্তমানের রাঁচির একটি বড় ফার্ম হাউসে থাকেন ধোনি ও সাক্ষী। তাদের সেই ফার্ম হাউসের দাম হবে প্রায় ১০ কোটি টাকা। এটি বাদেও এই দম্পতির আরো একটি বাড়ি আছে দেরাদুনে, যার মূল্য ১৭.৮ কোটি টাকা। কখনো ভাবতে পেরেছেন কি সাক্ষী ধোনি সম্পত্তির (Properties of Sakshi Dhoni) দিক দিয়েও এত জনপ্রিয় হবেন?
সবাই মোটামুটি জানে যে, বাইক ও গাড়ির প্রতি রয়েছে ধোনির অগাধ ভালোবাসা। তার কালেকশন দেখলে বিশ্বাস হবে না আপনার। তার কাছে রয়েছে একাধিক ভিন্টেজ ও স্পোর্টস গাড়ি এবং বাইক। যার দাম অকল্পনীয়। কোটি টাকার ওপরে হবে সবকটি গাড়ি ও বাইকের দাম। মহেন্দ্র সিং ধোনি এছাড়াও বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসাতে। তার মধ্যে কয়েকটি হল, অর্গ্যানিক ফার্মিং, ড্রোন, জিম সহ একাধিক সংস্থা। সেখান থেকেও তিনি আয় করেন ৪ কোটির অনেক বেশি।