বাজারে আসছে আম্বানির কাম্পা কোলা, এই কারণে ভয়ে কাঁপছে পেপসি কোকাকোলা

এবার কোল্ড ড্রিঙ্কের (Cold drink) বাজারে পা ফেলতে চলেছে মুকেশ আম্বানি। আম্বানির তৈরি এই পানীয় বাজারে অধিক বিক্রিত কোকা কোলার মতোই। কিন্তু অর্ধেক দামে বাজারে পাওয়া যাবে এই নতুন কোল্ড ড্রিঙ্ক (Cold drink)। ইতিমধ্যেই দিল্লির পিউর ড্রিঙ্ক গ্রুপের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন আম্বানি। আর এই পানীয়র নাম হতে চলেছে ‘কাম্পা কোলা (Campa cola)।’

জানা গিয়েছে একাধিক ফ্লেভারে বাজারে আসতে চলেছে কাম্পা কোলা। সবথেকে বেশি চমক থাকছে এই কাম্পা কোলার দামে। জানা গিয়েছে ২ লিটার ‘কাম্পা কোলা’ (Campa cola) র দাম নির্ধারিত হয়েছে ৪৯ টাকা। যেখানে ১.৭৫ লিটার কোকা কোলার দাম পড়ে যায় ৭০ টাকা। জিও মার্কেটে ইতিমধ্যেই এই পানীয় বিক্রি শুরু হয়েছে। চলতি বছরেই খোলা বাজারে পাওয়া যাবে ‘কাম্পা কোলা’ Campa cola।

আপাতত, রিলায়েন্সের পরিকল্পনা অনুযায়ী মোট ৫ টি আকারের বোতলে পাওয়া যাবে এই কাম্পা। ২০০ এমএল থেকে শুরু করে যথাক্রমে ৫০০ এমএল, ৬০০ এমএল, ১ লিটার ও ২ লিটারের বোতল উপলব্ধ হবে।

কয়েক মাস আগেই আইকনিক ড্রিংকস ব্র্যান্ড ক্যাম্পার ৩ টি নতুন ফ্লেভার লঞ্চ করার ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স রিটেইল। নতুন যে তিনটি ফ্লেভার লঞ্চ করার কথা বলা হয়েছে, সেই তালিকায় রয়েছে ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন এবং ক্যাম্পা অরেঞ্জ। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই লঞ্চের ফলে পেপসি এবং কোকা-কোলাকে বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

গত বছর রিলায়েন্স রিটেলের সংস্থা- রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (RCPL) ক্যাম্পাকে অধিগ্রহণ করেছিল। কোম্পানির টার্নওভার ছিল ১,৯৯,৭০৪ কোটি টাকা। অন্যদিকে, ২০২২-এ শেষ হওয়া আর্থিক বছরে নেট লাভ ছিল ৭০৫৫ কোটি টাকা। মুকেশ আম্বানির গ্রাহক তৈরি করার প্রক্রিয়া বরাবরই চোখ ধাঁধিয়ে দিয়েছে গ্রাহকদের। এবার তাদের এই কাম্পা কোলা গ্রাহকদের মন জয় করে কিনা সেটাই দেখার।