করোনা ঠেকাতে গরম ইস্ত্রিকে হাতিয়ার করলেন ব্যাঙ্ক কর্মী

নিজস্ব প্রতিবেদন : ত্রাসের অপর মান হয়ে উঠেছে করোনাভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ই এপ্রিল অব্দি আমরা কার্যত গৃহবন্দি। ২১ দিনব্যাপী এক দীর্ঘ লকডাউনকে কার্যকর করা হচ্ছে ভারতে। আমরা সকলেই জানি যে ইতিমধ্যে স্কুল, কলেজ সমস্ত কিছু ছুটি হয়ে গেছে। চালু আছে শুধুমাত্র জরুরি কয়েকটি পরিষেবা যেমন, ব্যাঙ্ক ইত্যাদি খোলা আছে। তাই বাধ্যতামূলকভাবে ব্যাঙ্ক কর্মীদের অফিসে যেতে হচ্ছে।

এখন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেটি একটি ব্যাঙ্ক কর্মীর করা একটি অভিনব উদ্যোগ। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন ব্যাঙ্ক কর্মী যে টাকা বা চেকগুলো পাচ্ছেন সেই টাকা বা চেকগুলো নেওয়ার পর সেগুলোর ওপর তিনি গরম ইস্ত্রি চালাচ্ছেন সেটিকে করোনা ভাইরাস থেকে মুক্ত করার জন্য।

এই ভাবে আদৌ করোনা ভাইরাস মুক্ত করা যায় কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় থাকলেও এই অভিনব উদ্যোগ ব্যাঙ্ক কর্মীর সচেতন মানসিকতাকে প্রকাশ করা যায়। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা শনিবার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। এই ভিডিওটি ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। লাইকের সংখ্যাও ১৮ হাজার ৮০০। ভাইরাল হয়েছে ভিডিওটি মুহূর্তের মধ্যেই।

আনন্দ মাহিন্দ্রা এদিন ঐ ব্যাঙ্ক কর্মীর বুদ্ধির প্রশংসা করে বলেন যে, “হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পেলাম। ক্যাশিয়ারের এই টেকনিকটি ঠিক কতখানি কার্যকরী সেই সম্পর্কে আমাদের কোনো ধারনা নেই। তবে এই ক্রিয়েটিভিটির জন্য আপনাকে প্রশংসা করতেই হবে।”

এটি কোন ব্যাঙ্কের শাখা সে ব্যাপারে ট্যুইট করে কোথাও কিছু উল্লেখিত হয় নি। তবে মাহিন্দ্রার ভিডিয়ো ট্যুইটের জবাব আসে গুজরাতের ব্যাঙ্ক অফ বরোদার থেকে। সেই ব্যাঙ্কের থেকেই ট্যুইটারে আনন্দ মাহিন্দ্রাকে জবাব দেন, “ব্যাঙ্ক অফ বরোদার একটি শাখার ভিডিও শেয়ার করে আমাদের এক কর্মীর ক্রিয়েটিভিটির প্রশংসা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ।”