নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ফের একবার বাংলায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কাকদ্বীপের সভার সময় তাকে একাধিক প্রতিশ্রুতি দিতে দেখা গেল। আর সেই সকল প্রতিশ্রুতির মধ্যে উল্লেখযোগ্য সপ্তম বেতন কমিশন চালু করা এবং সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা।
অমিত শাহ এদিন সভায় বক্তব্য রাখার সময় বলেন, “রাজ্যের আর্থিক পরিকাঠামো এতটাই ভেঙে পড়েছে, এতটাই বেহাল যে রাজ্যের সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের সুবিধা পান না। আপনারা একবার বিজেপিকে ক্ষমতায় আনুন। ক্ষমতায় এলেই বিজেপি সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করবে।”
এর পাশাপাশি এদিন অমিত শাহের বক্তব্যে জায়গা পায় গত দু’দিন আগেই পার্শ্বশিক্ষকদের আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখানোর ঘটনা। তিনি বলেন, “পরিস্থিতি এতটাই শোচনীয় যে শিক্ষকদের বেতনের টাকা চাওয়ার জন্য জলে নামতে হচ্ছে। বিজেপি ক্ষমতায় এলেই শিক্ষকদের উচিত মানদণ্ডের জন্য কমিটি গঠন করবে সরকার।”
এর পাশাপাশি অমিত শাহ এদিন বলেন, “বাংলায় শুধু সরকার গঠন করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য গরিব মানুষের জীবনে উন্নতি আনা। সোনার বাংলা গড়তে এবার পরিবর্তন চাই।”
এছাড়াও এদিন অমিত শাহ আরও যে চারটি ঘোষণা করেন সেগুলি হলো
১) গঙ্গাসাগরকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করা : অমিত শাহ প্রতিশ্রুতি দেন বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলেই গঙ্গাসাগরে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্প বলবৎ করা হবে।
২) মৎস্যজীবীদের জন্য প্যাকেজ : অমিত সাহা এদিন বক্তব্য রাখার সময় বলেন বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে কৃষক সম্মান নিধি যোজনার মত মৎস্যজীবীদের জন্য আলাদা করে প্যাকেজ তৈরি করা হবে। যে প্যাকেজ অনুযায়ী তারা বছরে ৬০০০ টাকা করে পাবেন।
৩) সরকারি চাকরিতে মহিলাদের সংরক্ষণ : বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ করা হবে।
[aaroporuntag]
৪) আম্ফান দুর্নীতি : আম্ফান দুর্নীতি নিয়ে অমিত শাহ এদিন সভায় বক্তব্য রাখার সময় বলেন, বিজেপি ক্ষমতায় এলে আম্ফান দুর্নীতির তদন্তের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।