বাংলায় ক্ষমতায় এলেই আয়ুষ্মান ভারত, প্রতিশ্রুতি অমিত শাহের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার ঘোষণা করেছেন। আর সেই মতো তিনি দুয়ারে সরকার প্রকল্পের মধ্য দিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর এরই পাল্টা হিসেবে রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন, ‘বাংলায় ক্ষমতায় এলেই চালু হবে আয়ুষ্মান ভারত।’

Advertisements

Advertisements

রবিবার ডুমুরজলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সশরীরে হাজির থাকতে না পারলেও তিনি ভার্চুয়ালি এই সভামঞ্চে অংশগ্রহণ করেন। আর সেখান থেকেই তৃণমূল সরকারকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূলের স্বাস্থ্যসাথী প্রকল্পের পাল্টা আয়ুষ্মান ভারত সম্পর্কিত প্রতিশ্রুতি দিতে দেখা গেল তাকে।

Advertisements

তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া তৃণমূলের আর কোন লক্ষ্য নেই।” আক্রমণ ছাড়াও প্রতিশ্রুতি সুরে তিনি বলেন, “একুশের নির্বাচন জিতে ক্ষমতায় এসে প্রথমেই বাংলায় ‘আয়ুষ্মান ভারত’ (ayushman bharat) প্রকল্প চালু করবে BJP সরকার। এই প্রকল্পের আওতায় বাংলার প্রতিটি গরিব মানুষ ৫ লাখ টাকার স্বাস্থ্য বীমা পাবেন। চিকিৎসা করানো যাবে দেশের যেকোনো প্রান্তের যেকোন হাসপাতালে।”

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের বিরোধিতা করে আসছেন। তিনি নিজের প্রকল্প স্বাস্থ্যসাথীর উপরই জোর দিয়ে আসছেন প্রথম থেকে। বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা রাজ্যের প্রতিটি নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে স্বাস্থ্যসাথী প্রকল্পের বেশকিছু তফাৎ রয়েছে। যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেশের প্রতিটি প্রান্তে পাওয়া যায়। সেই জায়গায় স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যায় পশ্চিমবঙ্গ এবং রাজ্যের বাইরের হাতেগোনা কয়েকটি হাসপাতলে।

Advertisements