করোনাকালে ভিড় এড়াতে সমস্ত সভা বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভ’য়ঙ্করভাবে পশ্চিমবঙ্গে করোনা বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতির জন্য ওয়াকিবহালের একাংশ রাজনৈতিক মিটিং, মিছিল, জনসভা ইত্যাদিকে অনেকটাই দায়ী করছেন। এমত অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিদ্ধান্ত নিলেন বাংলায় আর কোন সভা তিনি করবেন না। ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শনিবার তিনটি সভা ছিল। যেগুলি ছিল বীরভূমের রামপুরহাট, মুর্শিদাবাদের বেলডাঙা এবং কলকাতার মানিকতলায়। কিন্তু ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে শুক্রবার তিনি সিদ্ধান্ত নেন এই পরিস্থিতিতে আর যাতে ভিড় না হয় তার জন্য আর সভা করবেন না। যার পরেই শনিবার এই তিনটি সভা বাতিল হয়ে যায়।

অন্যদিকে বৃহস্পতিবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে আর কোনরকম রোড শো অথবা শোভাযাত্রা করা যাবে না। এর পরেই অমিত শাহের যেসকল রোড শোয়ের কর্মসূচি ছিল সেগুলিকে জনসভায় রূপান্তরিত করা হয়। তবে নির্বাচন কমিশনের নির্দেশিকার আগেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি শুক্রবারের সমস্ত সভা বাতিল করে ভার্চুয়াল সভা করার ঘোষণা করেন। আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের নির্দেশিকার পর জনসভা বাতিল করেন। আর এবার একই পথে হাঁটলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

[aaroporuntag]
বিজেপি নেতাদের মতে, কমিশনের নির্দেশিকা অনুসারে যতই কম সংখ্যক লোক নিয়ে জনসভার আয়োজন করা হোক না কেন অমিত শাহ অথবা এরকম কোন হেভিওয়েট নেতা-নেত্রীদের জনসভা হলে ভিড় সামলানো মুশকিল হয়ে যাবে। যে কারণে ভার্চুয়ালের মাধ্যমে ছোট ছোট জনসভা করে সেই ভিড় সামলানো যেতে পারে। যে কারণে এই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।