আক্রান্ত নাড্ডা, রাজ্যে আসছেন অমিত শাহ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বঙ্গে পদ্ম ফুল ফোটাতে উঠে পড়ে লেগেছে গেরুয়া শিবির। আর তার টের মিলছে রাজ্যে অনবরত কেন্দ্রীয় নেতাদের আনাগোনায়। গতকালই ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা রাজ্যে দু’দিনের সফর শেষ করে ফিরে যান। তবে তার সফরে রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে চরম জলঘোলা হয়। ডায়মন্ড হারবারে সভা করতে যাওয়ার সময় আক্রান্ত হন বিজেপির এই সর্বভারতীয় সভাপতি বলে অভিযোগ।

Advertisements

Advertisements

তবে গত বৃহস্পতিবারের ঘটনায় চুপ করে বসে নেই কেন্দ্রও। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনার পরেই টুইট করে এই ঘটনার চরম নিন্দা করেন। পাশাপাশি তিনি এটাও জানান, কেন্দ্র এই ঘটনাকে গম্ভীরভাবে দেখছে। অমিত শাহের এই টুইট বার্তায় পরেই রাজনৈতিক মহলে চরম জল্পনা শুরু হয়। পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় গতকালকের ঘটনার পর রাজ্যে দ্রুত রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন। আর এই সরগরম পরিস্থিতিতেই নতুন খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব দ্রুত ফের রাজ্যে আসতে চলেছেন।

Advertisements

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহ আগামী ১০ দিনের মধ্যেই রাজ্যে পা রাখতে চলেছেন। সম্ভাব্য দিনক্ষণ হিসাবে জানানো হয়েছে ১৯ এবং ২০ ডিসেম্বর। তবে এই দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলেও জানা যাচ্ছে। অমিত শাহ এলে তিনি উত্তরবঙ্গের দিকে রওনা দেবেন বলেও জানা গিয়েছে। তিনি সেখানকার সাংগঠনিক কাজ কর্ম খতিয়ে দেখবেন। তবে অমিত শাহের এই সফরের দিনক্ষণ পরিবর্তন হয়ে ২০, ২১ ডিসেম্বর হতে পারে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে।

পাশাপাশি সূত্র মারফত এটাও জানা গিয়েছে, এই সফর চলাকালীন গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন রাজ্যের বেশকিছু নেতাকর্মীরা। যদিও কারা নাম লেখাতে চলেছেন তা স্পষ্ট নয়। তবে বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে জায়গায় তাতে বারংবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আগমনে জল্পনা বেড়েই চলেছে।

অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বারংবার এই সকল ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতা মন্ত্রীদের প্রসঙ্গে ‘বহিরাগত’ দেওয়া হচ্ছে। তবে তৃণমূলের তরফ থেকে ‘বহিরাগত’ তকমা দেওয়া হলেও বিজেপি সেই সকল তকমাকে তোয়াক্কা করতে নারাজ।

Advertisements