পঞ্চায়েত ভোটে কড়া টক্কর! এপ্রিলে কেষ্ট গড়ে সভা অমিত শাহের

নিজস্ব প্রতিবেদন : অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এখন গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়ে দিল্লিতে। অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে বীরভূমে নিজেদের সংগঠন সাজিয়ে নেওয়ার কাজ চালাচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। বারংবার বীরভূমের বিভিন্ন এলাকায় কর্মসূচি নিয়ে হাজির হতে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এরই মধ্যে জানা গেল, এবার বীরভূমে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

বিজেপি সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বীরভূম সফরে আসবেন এবং একটি সভা করবেন। যদিও এর আগে ফেব্রুয়ারি মাসে অমিত শাহের বীরভূম সফরে আসার কথা ছিল। সেই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন বীরভূমের বিজেপি নেতাকর্মী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতারা। তবে সেই কর্মসূচি বাতিল হয়।

এরই মধ্যে এপ্রিল মাসের ১৪ তারিখ অমিত শাহ বীরভূম সফরে আসছেন বলে দাবি করা হচ্ছে বীরভূম জেলা বিজেপির তরফ থেকে। ১৪ এপ্রিল শুক্রবার সিউড়িতে আসার পর একটি সভা করে অমিত শাহ পয়লা বৈশাখের দিন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন এবং তারপরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন।

যদিও শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য স্তরের অন্যান্য বিজেপি নেতা অথবা অমিত শাহের সভাকে কতটা গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তৃণমূলের তরফ থেকে শতাব্দী রায় এই বিষয়টিকে কটাক্ষ করে জানিয়েছেন, বসেরা এসে কিছু করতে পারেননি, সুতরাং স্টাফরা এসে কিছু করতে পারবেন না।

অমিত শাহ এবং নরেন্দ্র মোদিকে বসেদের সঙ্গে তুলনা করে শতাব্দী রায়ের দাবি, লোকসভা বিধানসভায় বহুবার এনারা এসেছিলেন কিন্তু কিছু করতে পারেননি। সুতরাং অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা বীরভূমে এসে কিছু করতে পারবেন না।