বোলপুরে যাত্রা শুরু করলো অমিত শাহের র‍্যালি

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার নির্ধারিত কর্মসূচি নিয়ে হাজির হন বোলপুরে। প্রথমেই তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে অবতরণ করার পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে তিনি অরাজনৈতিক কর্মসূচিতে যোগদান করেন।

বিশ্বভারতীতে বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে সাক্ষাৎ করার পর সঙ্গীত ভবনে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের পড়ুয়াদের একটি ছোট্ট পারফরম্যান্স দেখেন। এর পাশাপাশি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিশ্বভারতীর অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করতে তাকে দেখা যায়। তার পরেই তিনি পৌঁছে যান শান্তিনিকেতনের শ্যামবাটির বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে। সেখানে তিনি মধ্যাহ্নভোজন সারেন।

মধ্যাহ্নভোজন স্বরাষ্ট্রমন্ত্রীর মেনুতে ছিল ভাত, রুটি, ডাল, আলু পোস্ত, পালং শাক ও বেগুন দিয়ে তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা। মধ্যাহ্নভোজন এরপর তিনি ওই বাউল শিল্পীর বাড়িতে যে কোন সময় কাটান আর তারপরেই পৌঁছে যান বোলপুর ডাকবাংলো মাঠে।

বোলপুরের এই ডাকবাংলো মাঠ থেকেই শুরু হয় অমিত শাহর রাজনৈতিক র‍্যালি। র‍্যালি হবে বোলপুর চৌরাস্তা পর্যন্ত। একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনই সামনে না এলেও আজই অমিত শাহ অনুব্রত গড়ে তাঁর এই র‍্যালির মধ্য দিয়েই বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা।