‘ভারতীয় মুসলিমরা ভারতেই বাসিন্দা, তাড়ানো হবে না’, অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন : ‘দেশে ভুয়ো খবর ছড়াচ্ছে যে, সরকার নাকি ভারতীয় মুসলমানদের তাড়িয়ে দেবে।’ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করতে গিয়ে এভাবেই শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এও বলেন, “এই বিলে দেশের মুসলিম নাগরিকদের কোন ক্ষতি হবে না। এই বিল নিয়ে যা রটানো হচ্ছে তা সবই মিথ্যা। মোদি সরকারের নেতৃত্বে এদেশের মুসলিমরা নিরাপদ। কিন্তু তার মানে এটা নয় যে, সমস্ত দেশের মুসলিমদের এদেশে ঠাঁই দিতে হবে। কোথায় থেকে দেবো। কিভাবে দেশ চলবে!”

তিনি আরও বলেন, “ভুলে যাবেন না ভারতে
বসবাসকারি মুসলিমরা ভারতের নাগরিক ও তারা এদেশেই থাকবে। কোনো বৈষম্য হবে না। তবে বাইরে থেকে ঢাকা মুসলিমদের ছাড় পাবেন না। মোদি সরকার সংবিধান মেনে কাজ করে। এই বিল। নিয়ে আমাদের কাছে জনসমর্থন আছে।”

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ সম্পর্কে অমিত শাহ জানান, “বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য। এর সঙ্গে মুসলিমদের কোন সম্পর্ক নেই।”

২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যে সমস্ত মানুষ ওই তিন দেশ থেকে শরণার্থী হিসেবে এদেশে আশ্রয় নিয়েছেন তাদের এই বিলে নাগরিকত্ব দেওয়া হবে।