নিজস্ব প্রতিবেদন : আগামী ২২ শে ফেব্রুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই প্রধানমন্ত্রীর আগমনের আগেই ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তার সফরসূচী সম্পর্কে জানা গিয়েছে বিজেপি সূত্রে।
বিজেপি সূত্রে জানা গেছে আগামী ১৮ ফেব্রুয়ারি অমিত শাহ ফের একবার বঙ্গ সফরে আসছেন। ওই দিন বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হবে তার হাত দিয়ে। এবারের সফরে তিনি পরিবর্তন যাত্রার সূচনা করবেন কাকদ্বীপ থেকে।
অন্যদিকে আগামী ২২ শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন হুগলিতে। হুগলিতে নরেন্দ্র মোদির রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে পারেন বলেও জানা গেছে সূত্র মারফত। তবে রাজনৈতিক সভা হচ্ছে এটা প্রায় একেবারেই নিশ্চিত। যে কারণে ইতিমধ্যেই বিজেপি নেতারা হুগলীর চুঁচুড়া একাধিক মাঠ প্রদর্শনী করেছেন।
[aaroporuntag]
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি ১৮ ই ফেব্রুয়ারি কাকদ্বীপে আনুষ্ঠানিকভাবে পরিবর্তন যাত্রার সূচনা করার পর সেই বিজেপির পরিবর্তনের রথ কপিলমুনির আশ্রম থেকে ডায়মন্ড হারবার শিরাকোল হয়ে শহরে প্রবেশ করবে বলে জানা গিয়েছে।