বিশেষ কারণে আসছেন না অমিত শাহ, বাতিল সমস্ত কর্মসূচি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবকিছু ঠিকঠাক হয়ে থাকলেও একেবারে শেষ প্রান্তে এসে বিশেষ কারণে স্থগিত হয়ে গেল অমিত শাহের দুদিনের বঙ্গ সফর। সফর বাতিল হওয়ার সাথে সাথে বাতিল হয়ে গেল তাঁর সমস্ত কর্মসূচি। শুক্রবার এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisements

Advertisements

রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর শনিবার থেকে দুদিনের ঠাঁসা কর্মসূচি শুরু করার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল হয়ে যাওয়ার তার জন্য যেসকল কর্মসূচি রাখা হয়েছিল তা বাতিল ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে। তবে অমিত শাহের পরিবর্তে আগামী রবিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বাংলায় পা রাখতে পারেন বলে খবর। যদিও সেই কর্মসূচিও এখনো ঘোষণা করা হয়নি।

Advertisements

কিন্তু হঠাৎ কেন সফর বাতিল হল?

জানা গিয়েছে, দিল্লিতে সাম্প্রতিক ঘটে যাওয়া ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে এই সফর বাতিল ঘোষণা করা হয়েছে। তবে অমিত শাহের সফর বাতিল হলেও আগামী রবিবার ডুমুরজলায় বিজেপির যোগদান মেলা আয়োজিত হবে। সেই সভাতেই রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া সহ একাধিক তৃণমূল বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে।

প্রসঙ্গত, শুক্রবার ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত না হলেও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে গোটা বিষয়টি নিয়ে নজরদারি চালাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘটনাকে নিয়ে ইতিমধ্যেই দিল্লি পুলিশ প্রধান এবং গোয়েন্দা শীর্ষ কর্তাদের সাথে আলোচনা শুরু করেছেন। ঘটনার জেরে দেশের সমস্ত বিমানবন্দরসহ সমস্ত এলাকায় নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হচ্ছে।

Advertisements