করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন হাসপাতালে ভর্তি হওয়ার খবর আসে শনিবার রাতে। এরপর জানা যায় তিনি করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই তার ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেন। বর্তমানে তিনি ভর্তি রয়েছেন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। তবে তার শারীরিক পরিস্থিতি কেমন তা সম্পর্কে এখনো সেভাবে কিছু জানা যায়নি।

Advertisements

Advertisements

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ট্যুইটারে লেখেন, “আমাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কোভিড-১৯ পজিটিভ হওয়ায়। এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। আমার পরিবারের সদস্য এবং অন্যান্য কর্মীদেরও টেস্ট করা হয়েছে, তবে এখনো তাদের রেজাল্ট আসেনি।”

Advertisements

পাশাপাশি তিনি এদিন ট্যুইটারে তার করোনা পজিটিভ হওয়ার খবর জানানোর পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, “যে সকল ব্যক্তিরা গত ১০ দিনে আমার সান্নিধ্যে এসেছিলেন তারা যেন টেস্ট করিয়ে নেন।”

এর আগে আমরা দেখেছিলাম কনিকা কাপুর ও কিরণ কুমারের মতো তারকাকে করোনা আক্রান্ত হতে। তবে এবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবরে দিশেহারা হয়ে পড়েছে গোটা দেশ। এমনিতেই অমিতাভ বচ্চন দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছেন। গত বছর অক্টোবর মাসেই তার শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আর এবার এই করোনা পজেটিভ হাওয়াই দুশ্চিন্তায় দেশের কোটি কোটি মানুষ। ট্যুইটারে তার করোনা পজিটিভ হওয়ার বিষয়ে পোস্ট করার পর থেকেই সকলে তার আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করেছেন।

সম্প্রতি অমিতাভ বচ্চনকে গুলাবো সিতাবো ছবিতে দেখা গিয়েছিল। যদিও সেই ছবিটি বর্তমান করোনা আবহের কারণে বড় পর্দায় রিলিজ হওয়ার সুযোগ পায়নি। ছবিটিকে রিলিজ করা হয় ওটিটি প্লাটফর্মে। আগামী দিনে তাঁর অভিনীত যে সকল ছবি আসার অপেক্ষায় সেগুলি হল চেহরে, ব্রহ্মাস্ত্র, ঝুণ্ড।

তবে অমিতাভ বচ্চন তাদের পরিবারের সদস্য এবং কর্মীদের রিপোর্ট না আসার কথা জানালেও সূত্র মারফত যেটুকু খবর পাওয়া গেছে তাতে জানা গিয়েছে অভিষেক বচ্চনও করোনা পজিটিভ হয়েছেন।

Advertisements