এক চার্জে টানা ১২১ কিমি ছুটবে এই ই-স্কুটার, দামেও সস্তা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দিন দিন জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া এবং পরিবেশের কথা মাথায় রেখে জনপ্রিয়তা বাড়ছে ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক গাড়ির। মানুষের চাহিদার দিকে তাকিয়ে বিভিন্ন যানবাহন প্রস্তুতকারী সংস্থা ইলেকট্রিক স্কুটার, ইলেকট্রিক গাড়ি তৈরির দিকে ঝাঁপিয়ে পড়েছে। এক একটি সংস্থা নতুন নতুন ফিচার এবং সুবিধা এনে গ্রাহকদের নজর কাড়ার চেষ্টা চালাচ্ছে।

নতুন এই ইলেকট্রিক স্কুটারটি হল অ্যাম্পিয়ার ইলেকট্রিকের। বর্তমানে যেভাবে বিভিন্ন ইলেকট্রিক স্কুটারের দাম লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গায় এই ইলেকট্রিক স্কুটারটির দাম মাত্র ৬৮, ৯৯৯ টাকা। ম্যাগনাস এক্সের এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে উন্নত প্রযুক্তি এবং নতুন নতুন কিছু বৈশিষ্ট্য। এর পাশাপাশি উৎসবের মরসুমে এই ইলেকট্রিক স্কুটার কেনার ক্ষেত্রে বেশ অফার দিচ্ছে সংস্থা।

সংস্থার তরফে দাবি করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জ দিলে ১২১ কিলোমিটার পর্যন্ত ছুটবে। দীর্ঘ পথ অতিক্রম করার কারণে এই ইলেকট্রিক স্কুটার একাধিক ভ্রমণ করতে সক্ষম বলে দাবি করেছেন আম্পিয়ারের প্রধান পরিচালন কর্মকর্তা রায় কুরিয়ান।

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, আরামদায়ক এবং মধ্যবিত্ত পরিবারের সদস্যদের হাতের নাগালে থাকা এই ইলেকট্রিক স্কুটার আগামী দিনে গোটা ভারতবর্ষ জুড়ে বৈপ্লবিক পরিবর্তন আনবে। পাশাপাশি এই ইলেকট্রিক স্কুটারের পিছনে খরচ কম হওয়ার কারণেই তার গ্রাহকদের সঞ্চয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।

ইলেকট্রিক স্কুটারের আরও একটি বৈশিষ্ট্য হলো, এটিকে বাড়ি হোক অথবা অফিস যেখানে খুশি চার্জ দেওয়ার জন্য পেতে সংযুক্ত করা হয়েছে প্লাগ-অন-ওয়াল চার্জ পয়েন্ট এবং হালকা লিথিয়াম ব্যাটারি যা সহজেই খুলে চার্জ করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৩ কিলোমিটার।