৮০ বছর বয়সে প্যারাগ্লাইডিং, বৃদ্ধার মনের জোর লজ্জা দিচ্ছে তরতাজা যুবকদেরও

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন কত ধরনের না ভিডিও ভাইরাল হয়। সেই সকল ভিডিওগুলির মধ্যে বেশ কিছু ভিডিও প্রত্যেকের মুখে হাসি ফুটিয়ে তাদের মন জয় করে আবার বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলি ভয়কে জয় করা দেখায়। আসলে ভয় কে জয় করাই হলো জীবনের আসল পরিচয়।

ভয়কে জয় করার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঝড় তুলেছে। যে ভিডিওটি না দেখলে বিশ্বাস হওয়া খুব মুশকিল। এই ভিডিওতে সেই ভাবেই ভয়কে জয় করা দেখিয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। যেখানে অল্প বয়সীরা ভয়ে অনেক পদক্ষেপ নেওয়া থেকে দূরে সরে থাকেন সেই জায়গায় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা প্যারাগ্রাইডিং করে আকাশ ছুঁয়ে ফেললেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে যে বৃদ্ধা জীবনের অন্তিম সময়ে এসেও এমন বয়সে প্যারাগ্রাইডিং করেছেন এবং সেই প্যারাগ্রাইডিং করার ভিডিওটি তার নাতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। আপলোড করার পাশাপাশি তিনি জানিয়েছেন, তার দিদা সাত বছর আগেই মারা গিয়েছেন এবং এই ভিডিওটি তার ফোনের গ্যালারিতে ছিল।

ভিডিওটি আপলোড করেছেন সেলিনা মোসেস নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী। তার তরফ থেকে আপলোড করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৮০ বছর বয়সেও ওই বৃদ্ধা নির্ভীক এবং সাহসী মনোভাব নিয়েই প্যারাগ্লাইডিং করছিলেন। এই বয়সে এমন প্যারাগ্লাইডিং প্রমাণ করে বয়স কেবলমাত্র সংখ্যা।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করার সময় ইনস্টাগ্রাম ব্যবহারকারী সেলিনা মোসেস লেখেন, “বয়স একটি সংখ্যা মাত্র এবং আমার দিদা এটি প্রমাণ করেছিলেন। আমার দিদা ৮০ বছর বয়সে এটি করেছিলেন। অনেকদিন পর এই ভিডিয়োটি আমার গ্যালারিতে পেলাম এবং এটা শেয়ার করা থেকে নিজেকে আটকাতে পারিনি। এখন তিনি চিরতরে আমাদের ছেড়ে চলে গিয়েছেন ৭ বছর আগে। কিন্তু আমরা তোমাকে মিস করি, ভালবাসি।”