নলকূপের হাতল টিপে জল পান হাতির, সাধুবাদ নেটিজেনদের

নিজস্ব প্রতিবেদন : নলকূপের হাতল টিপে সাধারণত মানুষেরা নিজেদের পানীয় জল সংগ্রহ করে থাকেন। তবে মানুষদের এই অধ্যবসায় দেখে দেখে জন্তু-জানোয়াররাও বর্তমানে তা যেন রপ্ত করে ফেলছেন। সম্প্রতি একাধিক এমন ঘটনার ছবি সামনে আসতেই তা বলাই বাহুল্য।

দিন কয়েক আগেই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে একটি ছোট্ট হাতিকে নলকূপের হাতল টিপে জল পান করতে। ঠিক একই রকম আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতেও দেখা যাচ্ছে এমনই একটি নলকূপের হাতল টিপে জল পান করছে একটি হাতি।

আর এই ভাবে হাতির নলকূপ টিপে জল পান করার ঘটনাকে নেটিজেনরা সমাজের জন্য একটি সুন্দর বার্তা বলেও মনে করছেন। কারণ ২৬ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাতিটির যতটা জল প্রয়োজন ততটা জল নলকূপের হাতল টিপে বের করার পর তা পান করেই তাকে সন্তুষ্ট হতে। আর কোনরকম জল নষ্ট করেন নি তিনি।

যে কারণে হাতিটির এইভাবে নলকূপের হাতল টিপে জল পান করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গে লেখা হয়, “একটি হাতিও জলের প্রতিটি ফোঁটার গুরুত্ব বোঝে। তাহলে মানুষ কেন প্রাকৃতিক সম্পদের মূল্য বুঝতে পারে না? আসুন এবং এই হাতির কাছ থেকে জল সংরক্ষণ সম্পর্কে কিছু শিখি।”

এমনিতেই নেট দুনিয়ায় জন্তু জানোয়ারদের অদ্ভুত কিছু করার ভিডিও আপলোড হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। আর সে ক্ষেত্রে এইভাবে জল পান করা হাতির ভিডিওটি হইচই ফেলতে বেশিক্ষণ সময় লাগাবে না তাই স্বাভাবিক। ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পড়ে।

অন্যদিকে নেটিজেনরা এই ভিডিও দেখার পরে স্বাভাবিকভাবেই তাদের মতামত পোষণ করেছেন। মতামত পোষণ করতে গিয়ে অধিকাংশ নেটিজেনদের লিখতে দেখা গিয়েছে, “খুবই বুদ্ধিমান। আমাদের যদি এর অর্ধেক জ্ঞান থাকত!” আবার অনেকেই মন্তব্য করেছেন, “হাতিরা খুব স্মার্ট।”

যদিও এইভাবে হাতির জল পান করার ভিডিওটি কোন এলাকার তা জানা যায়নি। কারণ যিনি আপলোড করেছেন অর্থাৎ ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা রমেশ পান্ডে এ বিষয়ে কিছু জানাননি।