ফ্লাইট ভুলে যান, দিল্লি থেকে লন্ডন এবার বাসেই, খরচ জানলে অবাক হবেন

নিজস্ব প্রতিবেদন : লন্ডন যাওয়ার কথা যারা ভাবেন তাদের মাথায় সবসময় ফ্লাইটের কথায় আসে। কারণ এত দূরত্বের রাস্তা ফ্লাইটে ছাড়া কিভাবে যাওয়া সম্ভব! যাওয়া সম্ভব কারণ একসময় ভারত থেকে বিদেশে দূরদূরান্তে বাস চলত। এবার সেই রকমই বাসে করে দিল্লি থেকে লন্ডন যাওয়ার জন্য চালু হচ্ছে একটি বাস।

দিল্লি থেকে লন্ডন বাসে যাওয়ার জন্য ১৩টি দেশ পার করতে হবে। এই সকল দেশ পার হওয়ার জন্য যাত্রীদের কাছে থাকতে হবে ভিসা এবং গুরুত্বপূর্ণ কিছু নথি। দিল্লি থেকে এই বাসটি ছাড়বে এবং বাসটি পরপর মায়ানমার, চিন, কিরগিজস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স পার করে লন্ডন পৌঁছাবে।

পাকিস্তান দিয়ে অনেক সহজে লন্ডন যাওয়া যায়, কিন্তু ওই রুটে বাস চালানো অসম্ভব। এছাড়াও সরাসরি চীনের ভিতর দিয়েও যাওয়া সম্ভব নয়। সেই কারণে মায়ানমারকে বেছে নেওয়া হয়েছে দিল্লি থেকে লন্ডন যাওয়ার জন্য। এই সফরের জন্য সময় লাগবে কমপক্ষে ৭০ দিন। এপ্রিল মাসে বাস সফরে লন্ডন যাওয়ার সুযোগ রয়েছে।

ব্রিটেনের একটি সংস্থা ১৯৫৮ খ্রিস্টাব্দে কলকাতা থেকে লন্ডন বাস চালানো হয়েছিল। কিন্তু কয়েক বছর পর সেই বাসটি দুর্ঘটনার কবলে পড়লে পরিষেবা বন্ধ হয়ে যায়। পরে আবার বিদেশি আর একটি সংস্থা সিডনি থেকে ভারত হয়ে লন্ডন বাস পরিষেবা চালু করে। ১৯৭৬ সাল পর্যন্ত সেই পরিষেবা ঠিকঠাক চললেও পড়ে তা বন্ধ হয় ইরানের রাজনৈতিক গোলযোগ এবং ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায়।

এসবের পর এবার হরিয়ানার একটি সংস্থা এমন দিল্লি থেকে লন্ডন বাস পরিষেবা চালু করতে চলেছে। সেপ্টেম্বর মাসেই এই বাস পরিষেবা চালু হওয়ার কথা ছিল তবে জানা যাচ্ছে তা কোন কারণবশত পিছিয়ে যায়। দিল্লি থেকে বাসে লন্ডন যাওয়ার জন্য মোট চারটি দেশ ইরান, তুরস্ক, শেনজেন এবং সংযুক্ত যুক্তরাষ্ট্রের ভিসা থাকতে হবে। কারনেত দে পাসাজ পারমিট থাকতে হবে কারণ এতে গাড়ি নিয়ে যে কোন দেশে যাওয়া যায়।

অত্যাধুনিক সুবিধা যুক্ত এই বাসে রয়েছে মাত্র ২০টি আসন। ৭০ দিনে ২০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পাঁচটি পৌঁছাবে লন্ডনে। এই বাসে যারা দিল্লি থেকে লন্ডন যেতে চান তাদের মাথাপিছু খরচ হবে ১৫ লক্ষ টাকা।