আপন মনে ট্রেনের গায়ে আঁকছেন ছবি, ছবিতে ফুটেছে দীপাবলীর শুভেচ্ছাবার্তা

নিজস্ব প্রতিবেদন : কোন ড্রয়িং পেপার নেই তাঁর হাতে, সখে বা অবলীলায় আপন মনে ট্রেনকেই ড্রয়িং পেপারে পরিণত করে ছবি এঁকে চলেছেন একরত্তি যুবক। কিসের টানে আঁকছেন ছবি, পরমুহূর্তে দেখা গেল তিনি দীপাবলীর শুভেচ্ছা বার্তা দিচ্ছেন স্টেশনে আগত যাত্রীদের। হাত পেতে কিছু চাইছেন।

এমনই এক দুর্লভ প্রতিভাবান যুবকের দেখা মিল লো নাম না জানা একটি রেল স্টেশনে। সেই ছবি ফেসবুকে ভাইরাল হয় গত দীপাবলীর দিন থেকে। যারা সেই ছবি ফেসবুকে তুলে ধরেছেন তারা দাবি করেছেন, ছবিটি বীরভূমের রামপুরহাট রেল স্টেশনের। যদিও ওই যুবকের কোনরকম নাম পরিচয় জানা যায়নি।

এমনকি সেই যুবকের ট্রেনের গায়ে ছবি এঁকে দীপাবলীর শুভেচ্ছাবার্তা দেওয়ার মুহূর্ত তুলে ধরেছেন বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরাও। যদিও তিনিও সেই যুবকের পরিচয় জানাতে পারেননি তাঁর ফেসবুকে।

তবে ফেসবুকে তিনি সেই ছবি শেয়ার করে জানিয়েছেন, “…রামপুরহাট স্টেশনে… …মাটিতে বসে থাকতে থাকতে হটাৎ করে একটা ছেলে ট্রেনে ছবি আঁকতে শুরু করলো। তারপর কিছুক্ষন পর দেখলাম ছবির আঁকার মাধ্যমেই সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছে !!! ….এমন অনেক প্রতিভাসম্পন্ন ব্যক্তি টাকার অভাবে মাটিতে লুটিয়ে যায়…!!! (Collected)

…”Unexplored” & “lost” talent of Bengal, who are not getting proper platform to showcase their potentialities due to poverty…as Bengal is experiencing joblessness and absolutely “Nil” industrial growth…!!!”

তাঁর সাথে আমরা ফোনে যোগাযোগ করলে তিনি এও জানান, “ফেসবুক হচ্ছে এমন একটা প্লাটফর্ম যেখানে আনাচে কানাচে ঘুরে বেড়ানো প্রতিভাকে তুলে ধরা সম্ভব। এর আগেও অনেকবার সেরকম প্রতিভাবানদের ছবি, গান আমি আমার ফেসবুকে তুলে ধরেছি। কারণ এই সকল প্রতিভাবানরা কেবলমাত্র অর্থাভাবে শিকলে বাঁধা হয়ে পড়ে থাকে। তার জ্বলন্ত উদাহরণ রানু মন্ডল।”

ওই যুবকের স্টেশনে বসে এই ছবি আঁকার মুহূর্ত ফেসবুকে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। প্রশংসায় ভরে গেছে তাঁর কাজ। কিন্তু কে এই প্রতিভাবান যুবক? কোথায় বাড়ি? তা সামনে আসার অপেক্ষায় আমরাও।