করোনা আবহে টোটো চালকের নয়া আবিষ্কার, চাকরির অফার দিলেন শিল্পপতি

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে দিনের পর দিন সংক্রমণ বাড়িয়ে চলেছে খুদে এক ভাইরাস করোনা। আর যার ঠেলায় নাজেহাল বিশ্বের বেশিরভাগ বাসিন্দারা। গোটা বিশ্ব বর্তমান পরিস্থিতিতে গৃহবন্দী, একমাত্র জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে পা রাখছেন না নিজেদের বাঁচার তাগিদে।সাধারণ মানুষ তো দূরের কথা নেতা-মন্ত্রীরাও বৈঠক অথবা অন্যান্য আলোচনা সাড়ছেন ভিডিও কলিং বা সামাজিক দূরত্ব বজায় রেখে। আর এমন কঠিন মুহূর্তে এক টোটো চালকের নতুন আবিষ্কার চমক দিয়েছে গোটা বিশ্বকে।

নয়া আবিষ্কার করে বা নিজের টোটোকে নয়া রূপ দিয়ে চমক দেওয়া ওই টোটো চালক বাংলাদেশের বাসিন্দা। বর্তমান পরিস্থিতিতে ওই টোটো চালকের এমন আবিষ্কার মন কেড়েছে সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। শুধু সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের নয়, ওই টোটো চালক মন জয় করেছে ভারতের অন্যতম শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার। আর তারপরেই বাংলাদেশের ওই যুবকের ছোট্ট প্রয়াসের এক টুকরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আনন্দ মাহিন্দ্রা তাকে চাকরির অফারও দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, ওই যুবককে মাহিন্দ্রা গ্রুপের একজন অ্যাডভাইজার হিসেবে দেখতে চান।

ঠিক কি করেছেন ওই টোটো চালক?

বর্তমান পরিস্থিতিতেও যে সকল মানুষ জরুরী কাজে রাস্তায় বের হচ্ছেন তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ওই টোটো চালকও রাস্তায় রয়েছেন টোটো নিয়ে। কিন্তু অন্যান্য টোটোর থেকে ওই টোটো চালক নিজের টোটোকে আলাদা রূপ দিয়েছেন। করোনা সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব বজায় রাখা, সর্তকতা অবলম্বন করা। কারণ এখনো প্রতিষেধক হাতের নাগালের বাইরে। সে কারণে ওই টোটো চালক নিজের টোটোকে চার কামরা টোটোতে রূপান্তরিত করেছেন। আর নিজে চালকের জায়গায় রেখেছেন আরো একটি কামরা।

অর্থাৎ টোটোতে বর্তমানে চালকসহ পাঁচজন সাওয়ারি করলেও একে অপরের থেকে আলাদা ভাবেই থাকবেন। কারোর সাথে কারোর যোগাযোগ থাকবে না। যেটাই বর্তমান পরিস্থিতিতে সবথেকে বেশি প্রয়োজন। টোটো চালক ওই যুবক তার টোটোর প্যাসেঞ্জারদের থেকে আলাদা ভাবে বসে রয়েছেন সামনে, আর বাকি চারজন প্যাসেঞ্জার আলাদা আলাদা ভাবে বসতে পারবেন ওই টোটোতে।

বাংলাদেশি ওই টোটো চালক এমনটা করেছেন টোটোর মাঝে অ্যালুমিনিয়ামের স্টিক ও কাপড় দিয়ে। আর তার এমন বুদ্ধি দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা তার প্রশংসায় পঞ্চমুখ। বেশিরভাগ নেটিজেনদের বক্তব্য সত্যিই যুগান্তকারী আবিষ্কার।