হিরে-পান্না বসানো অনন্ত আম্বানির এনগেজমেন্ট প্যান্থার ব্রোচ, দাম অবাক করা

ভারত বর্ষের সব থেকে ধনী ব্যক্তি হলেন আম্বানিরা (Ambani)। তাদের বাড়ির অনুষ্ঠান মানেই এলাহি ব্যাপার। সম্প্রতি ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের উপস্থিতিতে, গত ১৯ জানুয়ারি, মুম্বাইয়ের আম্বানির বাসভবনে বাগদান পর্ব সম্পন্ন হলো অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)। আর তাদের এই অনুষ্ঠানের জন্য করা খরচ সম্পর্কে সকলেই আন্দাজ করতে পারছেন। কিন্তু সে সব বাদ দিয়ে শুধু মাত্র অনন্ত আম্বানির পরনের একটি ব্রোচের দাম শুনেই হতবাক হয়ে গেলেন সকলে।

ইতিহাস ঘাটলে জানা যায়, অনন্ত আম্বানি যে ব্রোচটি পরেছিলেন ১৯১৪ সালে সেই আইকনিক ব্রোচটির প্রথম প্রকাশ ঘটে। রাশিয়ান গ্র্যান্ড ডিউক জর্জ মিখাইলোভিচের স্ত্রীর জন্য উপহার হিসাবে তৈরি করা হয় এমন মহার্ঘ্য ব্রোচ।

আরো জানা যায়, প্যান্থারটি জিন দে লা ফন্টেইনের ফরাসি সাহিত্যের ক্লাসিক, ‘দ্য লেডি অ্যান্ড দ্য প্যান্থার’ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এবং শক্তির প্রতীক হিসেবে এই ব্রোচটি ব্যবহার করা হয়েছিল। আসল কারটিয়ের প্যান্থার ব্রোচটি রুবি এবং হীরা দিয়ে তৈরি করা হয়েছিল এবং তাতে ২টি প্যান্থার ছিল। ডানদিকে মুখোমুখি ও একটি বাম দিকে৷ পান্না দিয়ে প্যান্থারের চোখ তৈরি করা হয়েছিল ও হীরা দিয়ে গোটা দেহ বানানো হয়েছিল। ব্রোচটি ১৮-ক্যারেট হলুদ সোনা দিয়ে তৈরি হয়েছিল। যার দৈর্ঘ্য ছিল ৬.৫ সেন্টিমিটার।

জানা যায় যে, অনন্ত আম্বানি যে ডিপ ব্লু রঙের ঐতিহ্যবাহী কুর্তা-পাঞ্জাবি পরেছিলেন তা ডিজাইনার জুটি আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা। যা কাস্টমড গোল্ড সিল্ক টিস্যু ঘাগরা ও চোলি পরা রাধিকার সঙ্গে বেশ মানিয়েছিল। এর সঙ্গে তাদের পরনে মহার্ঘ্য রত্ন তো ছিলই। তার মধ্যে সকলের নজর কারছিল অনন্ত আম্বানির হিরের প্যান্থার ব্রোচ।

অনন্তর কুর্তার উপর প্রিন্টেড কোটের সঙ্গে আইকনিক কার্টিয়ার প্যান্থার ব্রোচ লাগানো ছিল। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় সেই দামি ব্রোচের সঙ্গে জড়িত সমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন ইতিহাসবিদ ওকিউরেটর দীপ্তি শসিধরন। জানা যায় এমন প্যান্থার ব্রোচের দাম প্রায় ১ কোটি ৮৬ লক্ষেরও বেশি। যদিও অনন্তের কাস্টমাইজড করা এই ব্রোচের দাম এখনও জানা যায়নি।