নিজস্ব প্রতিবেদন : ১৯৯১ সালে ‘বেটা’ সিনেমায় অনিল কাপুরের সাথে মাধুরী দীক্ষিত ‘ধক ধক করনে লগা’ গানে নেচে ‘ধক ধক গার্ল’ হয়ে উঠেছিলেন। আর সেই গানেই অবিকল মাধুরী দীক্ষিতের মত নিচে নজর কাড়লেন অঙ্কিতা লোখাণ্ডে।
হালকা নীল সবুজ আলো আঁধারি ঘরে পরনে শিফনের হলুদ শাড়ি, খোলা চুল আর পিঠ কাটা ব্লাউজে মোহময়ী ভঙ্গিতে এই গানে নাচার ভিডিওটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। নাচের প্রতিটি স্টেপে তিনি মন জয় করেছেন সোশ্যাল নাগরিকদের। অঙ্কিতা লোখান্ডে সবসময় নিজেকে মাধুরী দীক্ষিতের অনুরাগী বলে দাবি করেন।
অঙ্কিতা লোখান্ডে প্রথম ছোটপর্দায় অভিনেত্রী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৯ সালে আত্মপ্রকাশ এরপর দীর্ঘ সময় পরে ২০১৮ সালে বড় পর্দায় সুযোগ পান। সঞ্জয় লীলা বানসালির পদ্মাবত সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। এরপর ধীরে ধীরে মণিকর্ণিকা এবং বাঘি-3 ছবিতে অভিনয় করেন তিনি।
তবে তিনি এর থেকেও বেশি চর্চার কারণে আসেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর একাধিকবার অঙ্কিতা লোখান্ডে, যিনি সুশান্তের প্রাক্তন প্রেমিকা, বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন। আর তার এসব মন্তব্য চর্চায় উঠে আসে। আর সম্প্রতি অঙ্কিতার সোশ্যাল মিডিয়ায় ‘ধক ধক গার্ল’ হয়ে ওঠাও চর্চায় এসেছে। আরে নিয়ে ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।