নিজস্ব প্রতিবেদন : একদিকে লোকসভা নির্বাচনের ফলাফল, অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। দুই মিলে বেশ উৎকণ্ঠা রাজ্যবাসীদের মধ্যে। আর এই উৎকণ্ঠার মাঝেই ভোটের ফল ঘোষণার ঠিক দুদিন আগেই মাধ্যমিকের ফলাফল ঘোষণার কথা প্রকাশিত হলো।
আগামী ২১ শে মে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হবে মাধ্যমিকের ফলাফল। সেদিন সকাল ন’টায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবেন পর্ষদের সভাপতি। তারপর সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে রেজাল্ট।
এ বছর ১১ ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে সমাপ্ত হয় ২২ শে ফেব্রুয়ারীতে। পরীক্ষা হওয়ার ৮৮ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল। পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ওই দিনই নির্দিষ্ট স্কুলে পাওয়া যাবে মার্কশীট। ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে জানতে পারা যাবে ফলাফল।
যে সকল ওয়েবসাইটে পাওয়া যাবে ফলাফল : wbbse.org, wbresults.nic.in
ওয়েবসাইট ছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে হলে আপনাকে একটি টেক্সট মেসেজ করতে হবে। SMS -এ টাইপ করতে হবে WB10