২৬০ ভরি সোনার গয়নায় সাজলো তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কালী বিগ্রহ

অমরনাথ দত্ত : তিনি সবসময়ই বিতর্কের কেন্দ্রবিন্দু, কটাক্ষ করতেও ছাড়েন না অনেকে। তবে তিনি সেসব নিয়ে এতটুকুও বিচলিত নন। তিনি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রাজনৈতিক প্রচার থেকে শুরু করে পূজা-অর্চনা সবকিছুই যেন তাঁর নিজস্ব ঢঙে। শিবরাত্রিতে শিবের মাথায় দুধ ঢালা হোক, অথবা তারাপীঠে তারা মায়ের জন্য হোম যজ্ঞ, আর কালীপুজো! তাতেও ব্যতিক্রম নয়।

প্রতিবছরের মতো এবছরও বোলপুরের তৃণমূল কার্যালয়ে আয়োজন করা হয়েছে কালীপুজোর, যে পুজোর মূল উদ্যোক্তা হলেন অনুব্রত মণ্ডল। এই পুজোর আড়ম্বর হার মানাবে বড় বড় শহরতলীর বড় বাজেটের কালীপুজোকে। গত বছর তিনি তাঁর কালি মাকে সাজিয়েছিলেন নিজের হাতে ১৮০ ভরি সোনা দিয়ে।

আর এই বছর সেই সোনার গয়না হয়েছে ২৬০ ভরি। মুকুট, হাতের বালা, চূড়, বাউটি, বাজুবন্ধ, নেকলেস, হার সবই রয়েছে গয়নার তালিকায়। তবে এবার তিনি নিজের হাতে সাজাতে পারেন নি, সাজালেন দলীয় কর্মীরা। কারণ এ বছর তাঁর মা গত হয়েছেন। তাই তিনি মন্দিরে প্রবেশ করেননি।

আর তিনি এ বছর কালি মাকে সাজিয়ে বললেন, “আজ পর্যন্ত মায়ের কাছে যা চেয়েছি সব পেয়েছি। ২০১৬ সালে মাকে বলেছিলাম ২১০ থেকে ২২০ টা সিট দিতে, তাই দিয়েছে। ২০২১ সালের বিধানসভায় ২২৫ থেকে ২৩০ টা করতে হবে। মা অবাধ্য হয় না, আর অবাধ্য হবার উপায় নাই।”