অনুব্রত রাইস মিল যেন বিলাসবহুল গাড়ির শোরুম! কি কি মিলল

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। তবে তার গ্রেপ্তার হওয়ার পর সবকিছু থেমে গিয়েছে এমন নয়। উঠে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

নতুন করে বিস্ফোরক তথ্য উঠে আসে শুক্রবার। শুক্রবার অনুব্রত মণ্ডলের বোলপুরের ত্রিশূল পট্টিতে থাকা ভোলে বোম রাইস মিলে হানা দেন সিবিআই আধিকারিকরা। এই রাইস মিলে প্রবেশ করার ক্ষেত্রে প্রথমেই তাদের বাধা প্রাপ্ত হতে হয়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট রাইস মিলের মূল ফটকের সামনে দাঁড়িয়ে থাকার পর সেখানকার কর্মীরা দরজা খুলে দেন সিবিআই আধিকারিকদের। সেখানে প্রবেশ করতেই দেখা যায় এত রাইস মিল নয় ঠিক যেন বিলাসবহুল গাড়ির শোরুম।

অনুব্রত মণ্ডলের রাইস মিলে কি কি গাড়ি মিলেছে?

Tata Sumo : অনুব্রত মণ্ডলের রাইস মিলে সবচেয়ে কম দামি যদি কোন গাড়ি পাওয়া গিয়েছে তা হল UA047183 নম্বরের একটি টাটা সুমো। তবে এর পাশাপাশি যে সকল গাড়িগুলি তার এই রাইস মিলে মিলেছে সেগুলি কয়েক লক্ষ টাকা দামের।

Mahindra 500 : অনুব্রত মন্ডলের রাইস মিলে পাওয়া গিয়েছে WB54Z4176 নম্বরের মাহিন্দ্রা ৫০০ suv গাড়িটি। এই গাড়ির বর্তমান বাজার মূল্য ১২ লক্ষ থেকে ২০ লক্ষ। মডেল অনুযায়ী দাম হয়ে থাকে। গাড়ির মালিক কিন্তু অনুব্রত মণ্ডল বা অথবা তার পরিবারের কোনো সদস্য নয়। এই গাড়িটি রয়েছে সুতীর্থ ট্রাস্টের নামে।

Mahindra Alturas G4 : অনুব্রত মণ্ডলের রাইস মিলে পাওয়া যায় Mahindra Alturas G4 গাড়িটিও। গাড়িটির নম্বর WB54B9555। এই গাড়িটির বাজার মূল্য ৩১ লক্ষ ৮৮ হাজার টাকা।

Mahindra Thar : রাইস মিল থেকে পাওয়া গিয়েছে Mahindra Thar হুড খোলা জিপ। এই গাড়ির নম্বর WB4B6966। গাড়ির বাজার মূল্য সর্বনিম্ন প্রায় ১৪ লক্ষ টাকা।

Ford Endeavour : এই গাড়িটিতে অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে দেখা গিয়েছে। এমনকি এই গাড়িতে লাল বাতি লাগানো নিয়ে কম বিতর্ক তৈরি হয়নি। গাড়িটির নম্বর WB54U6666। এই গাড়ির দাম ৪৬ লক্ষ টাকা। তিলপাড়া ব্যারেজের সংস্কারের কাজ করার জন্য এই গাড়িটি অনুব্রত মণ্ডলকে দিয়েছিলেন গাড়ির ব্যবসায়ী প্রবীর মন্ডল এবং অরূপ রতন ভট্টাচার্য।