আসানসোলে পড়ে আধার কার্ড, ফোন করা নিয়ে ফ্যাঁসাদে অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে তিহার জেলে দিন কাটছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। বীরভূমের বেতাজ বাদশা হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডলের এখন পরিস্থিতি আর আগের মত নেই। জেলবন্দি অবস্থায় বিভিন্ন সময় তাকে শারীরিক অসুস্থতার মধ্যে পড়তে হচ্ছে আর হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। এর পাশাপাশি জেলের চার দেওয়াল কঠিন হয়ে পড়েছে তার কাছে।

এই সকল সমস্যার মধ্যে অনুব্রত মণ্ডল আবার নতুন একটি সমস্যায় পড়েছেন। শুধু সমস্যা বললে ভুল হবে, রীতিমতো ফ্যাঁসাদে পড়েছেন তিনি। এই সকল সমস্যার বিষয় জানা গিয়েছে অনুব্রত মণ্ডলের আইনজীবীর থেকে। বর্তমানে অনুব্রত মণ্ডলকে তিহারের ডিসপেন্সারিতে আনা হয়েছে এবং সেখানেই তাকে ৪৮ ঘন্টা রাখা হবে।

তবে এসবের মধ্যে তিনি নতুন যে সমস্যায় পড়েছেন তা হল ফোন করা নিয়ে। যাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডল আসানসোল জেল থেকে দিল্লি যাওয়ার সময় নিজের আধার কার্ড আনতে ভুলে গিয়েছেন। তার আধার কার্ড পড়ে রয়েছে আসানসোলে আর আসানসোলে আধার কার্ড পড়ে থাকার কারণে রীতিমতো খাঁচায় বন্দি বাঘ আরও বেকায় দেয়।

আধার কার্ড না থাকার কারণে অনুব্রত মণ্ডল পরিবারের কারোর সঙ্গে ফোন মারফত যোগাযোগ করতে পারছেন না। এই অসুবিধার কথা আইনজীবীকে জানিয়েছেন অনুব্রত মণ্ডল। কারণ তিহার জেলে বন্দি থাকা অবস্থায় পরিবারের কারো সঙ্গে ফোনে কথা বলার জন্য বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। সেই সকল নিয়মকানুনের মধ্যে রয়েছে পাঁচ মিনিট কথা বলতে দেওয়ার সুযোগ।

যারা তিহার জেলে বন্দী থাকেন তাদের পাঁচ মিনিট ফোনে কথা বলতে দেওয়া হয় নিজের শারীরিক অবস্থা অথবা জরুরী কোন কাজের কথা বলার জন্য। কিন্তু কথা বলার ক্ষেত্রে আধার কার্ড সহ নিজের নাম রেজিস্টার করতে হয়। এখন যেহেতু অনুব্রত মণ্ডল নিজের আধার কার্ড আসানসোল জেল থেকে আনতে ভুলে গিয়েছেন তাই তিনি ফোন পর্যন্ত করতে পারছেন না।