‘বাংলা দখল করবে বিজেপি’, অমিত শাহের পাল্টা দিলেন অনুব্রত মণ্ডল

নিজস্ব প্রতিবেদন : একুশের বিধানসভা নির্বাচনে বাংলা দখলের লক্ষ্যমাত্রা নেমে ময়দানে নামলেও সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বিজেপি। ২০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে বিজেপি ময়দানে নামলেও ৭৭ এই তাদের থেমে যেতে হয়। তবে সম্প্রতি তেলেঙ্গানায় আয়োজিত বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠকে অমিত শাহ জানান, খুব তাড়াতাড়ি তেলঙ্গানা এবং বাংলার ক্ষমতা দখল করবে বিজেপি।

অমিত শাহের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল একাধিক নেতা নেত্রীদের পাল্টা দিতে দেখা গেলেও এতদিন চুপচাপ ছিলেন রাজ্যের অন্যতম দাপুটে এবং বিতর্কিত তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এবার তিনি এই নিয়েই মুখ খুললেন। অনুব্রত মণ্ডল বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং তার সামনে অমিত শাহের এই বার্তার প্রশ্ন উঠলে তিনি তার সবার সিদ্ধ ভঙ্গিতেই এর উত্তর দেন।

অনুব্রত মণ্ডল এদিন সাংবাদিকদের অমিত শাহের বার্তা নিয়ে প্রশ্নের উত্তরে জানান, “দেখা যাবে.. দেখা যাবে.. মহারাষ্ট্রে তো MLA নিয়ে ভাঙতে হয়েছে। ঠিলে ফেলে তো দেয় নায়। আমাদের এখানেও ভাঙ্গাতে পারে তো ভাঙ্গাক।”

এরপরেই প্রশ্ন ওঠে পশ্চিমবঙ্গে কি এইভাবে ভাঙ্গা (MLA) সম্ভব? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, “সম্ভব! আবার ঘুরিয়ে ওরা চলে আসবে না তো? যে কটা আছে।”

একের পর এক সিবিআই তলব এবং শারীরিক অসুস্থতার পর দীর্ঘদিন ধরে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হননি। তবে মঙ্গলবার তাকে প্রথম সাংবাদিকদের মুখোমুখি হতে দেখা যায়। এরপর ফের বুধবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তবে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেও বারবার বুঝিয়ে দেন তার শারীরিক অবস্থা মোটেই ভালো নেই। সিঁড়িতে ওঠা নামা পড়তে গিয়ে শ্বাসকষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন।