‘ভালো রকম গোল দেবো, গোল খেয়ে ওই টিম আর থাকবেনা’, অনুব্রত

Himadri Mondal

Updated on:

Advertisements

হিমাদ্রি মণ্ডল : বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত মণ্ডল স্লোগান তুলেছেন ‘খেলা হবে’। তবে শনিবার বীরভূমে এসে বিজেপির রাজ্য সম্পাদিকা মাফুজা খাতুন দাবি করেছিলেন, ‘২০১৯ সালেই খেলা শেষ হয়ে গেছে। রাজ্যের মানুষ বিজেপিকে গ্রীন কার্ড এবং তৃণমূলকে রেড কার্ড দেখিয়ে দিয়েছে।’ আর সোমবার এরই পাল্টা দিতে দেখা গেল অনুব্রত মণ্ডলকে।

Advertisements

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সোমবার সিউড়িতে এসে এই খেলা প্রসঙ্গে বলেন, ‘খেলা শুরু করলাম। ফাইনালে জিতবো আমরাই। দেখে নিবেন। ১০০% চ্যাম্পিয়ন হবো। দেখে মনে হচ্ছে আমরা ক্লান্ত। কেমন স্পিড দেখছেন না। একের পর এক জিতে আসছি। একবারও মনে হলো আমরা দুর্বল হয়ে গেছি। আমরা ক্লান্ত হয়ে গেছি কাউকে দেখে মনে হলো এখানে যারা আছে। সবই তো খেলোয়াড় আছে। দেখে মনে হচ্ছে এরা ক্লান্ত হয়ে গেছে। দুর্বল হয়ে গেছে। এরা হাঁটতে পারছে না, চলতে পারছে না, দেখে মনে হচ্ছে?”

Advertisements

এর পাশাপাশি তিনি দাবি করেন, “খেলা নির্ধারিত সময়েই শেষ হবে। আগে-পরে নয়। অন্তত মিনিমাম ভালো রকম গোল দিয়ে শেষ করবো। আর সেই গোল খাওয়ার পর সেই টিম যেন আর বাজারে না থাকে।”

Advertisements

অন্যদিকে এর আগে বিজেপির তরফ থেকে ‘রথযাত্রা’ বলা হলেও বর্তমানে তা বলা হচ্ছে ‘পরিবর্তন যাত্রা’। এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। একটা ট্রাককে সাজিয়েছে।”

প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার রাঢ়বঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা তারাপীঠ থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। এছাড়াও আগামী দিন কয়েকের মধ্যেই বীরভূমে আসতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Advertisements