দু’পা হেঁটেই হাঁপিয়ে যাচ্ছেন, শরীর একেবারেই টানছে না অনুব্রত মণ্ডলের

পার্থ দাস : রাজ্যের দাপুটে নেতা হিসাবে যার নাম প্রথমেই আসে তিনি হলেন বীরভূমের অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডলের নির্দেশে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। তবে বর্তমানে তার শরীর একেবারেই টানছে না। দু’পা হাঁটার পরেই হাঁপিয়ে যাচ্ছেন। রেস্ট নিতে হচ্ছে।

গরু পাচার কান্ড সহ ভোট পরবর্তী হিংসা ইত্যাদি মামলায় জর্জরিত বীরভূমের তৃণমূল নেতা। এখনো পর্যন্ত ১০ বারের কাছাকাছি সিবিআই তলব পেয়েছেন তিনি। যদিও এই কাছাকাছি দশবারের সিবিআই তলবের পরিপ্রেক্ষিতে তিনি একবার হাজিরা দিয়েছেন। সেই হাজিরা দেওয়ার পর থেকেই তিনি বোলপুরে রয়েছেন।

গত এপ্রিল মাসের ৬ তারিখ সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাওয়ার সময় অনুব্রত মণ্ডল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে। সেখানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ছুটি পেয়ে চলে যান কলকাতার চিনার পার্ক ফ্ল্যাটে। সেখান থেকে পরে হাজিরা দেন নিজাম প্যালেসে এবং ঠিক তার পরদিন অর্থাৎ মে মাসের ২০ তারিখ ফিরে আসেন বোলপুরে।

এদিকে বোলপুরে ফিরে আসার পর তিনি সম্পূর্ণভাবে বেড রেস্টে থাকেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। ১০ দিন বেড রেস্টে থাকার পর মঙ্গলবার তিনি পৌঁছান পাথরচাপুরি দাতা সাহেব মাজারে। সেখানে তিনি ফেজ টুপি পরে মাজারে প্রবেশ করেন এবং দাতা সাহেবের মাজার চাদর চড়ান।

দাতা সাহেবের মাজারে চাদর চড়ানো প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, দিদি (মুখ্যমন্ত্রী), অভিষেক ব্যানার্জি, নিজের, নিজের মেয়ে এবং স্ত্রীর জন্য দাতা সাহেবের মাজারে চাদর চড়িয়েছেন।

অন্যদিকে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে তার সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘দেখতেই পাচ্ছেন এখান থেকে হেঁটে যেতে গেলে দুবার দাঁড়াতে হলো।’