মাথায় ঠিকঠাক অক্সিজেন যাচ্ছে না, কঠিন অবস্থা দিয়ে পার হচ্ছেন অনুব্রত

নিজস্ব প্রতিবেদন : তিনি বেতাজ বাদশা হলেও তার মাথায় ঠিকঠাক অক্সিজেন যায় না। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে হামেশাই এমন মন্তব্য করতে শোনা যায় দলেরই শীর্ষস্থানীয় নেতাদের। এবারও সেই অক্সিজেনের ঘাটতির মধ্য দিয়েই অনুব্রত মণ্ডলের দিন কাটছে বলে জানা গেল।

গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে। ইডি আধিকারিকরা তাকে দিল্লি নিয়ে যাওয়ার পর অবৈধ লেনদেনের রহস্য ভেদ করতে জোরদার জেরা চালাচ্ছেন। জেরা কেবলমাত্র তাকেই চালানো হচ্ছে এমন নয়, এর পাশাপাশি তার ঘনিষ্ঠ হিসাব রক্ষক মনিশ কোঠারি থেকে শুরু করে রাঁধুনি বিজয় রজক কেউ বাদ যাচ্ছেন না। জেরার মুখে পড়ে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন মনিশ কোঠারি। আর এই পরিস্থিতিতে অনুব্রত ঘনিষ্ঠদের রাতের ঘুম রীতিমতো উধাও হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল নতুন করে অসুস্থ হয়ে পড়েছেন। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি হেফাজতে থাকাকালীন তার শ্বাসকষ্ট হচ্ছে বলে খবর। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতার এমন শারীরিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তার আইনজীবী।

অনুব্রত মণ্ডলের আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানিয়েছেন, ইডি হেফাজতে থাকাকালীন অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন। তার শ্বাসকষ্ট হচ্ছে। এমনকি তিনি দাবি করেছেন, রাতে অনুব্রত মণ্ডলকে অক্সিজেন দিতে হচ্ছে। অনুব্রত মণ্ডল দীর্ঘদিন ধরেই ইনহেলার ব্যবহার করেন এবং বর্তমানে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ইনহেলারের ব্যবহার বেড়ে গিয়েছে।

এমন পরিস্থিতিতে শনিবার অনুব্রত মণ্ডলের নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। তবে তার আইনজীবী তার শারীরিক পরিস্থিতি নিয়ে এমন উদ্বেগজনক তথ্য তুলে ধরা এবং আশঙ্কা প্রকাশ করলেও ইডি সূত্রে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। অন্যদিকে গ্রেপ্তার হওয়ার পর একাধিকবার অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে জামিনের আবেদন করেছিলেন। কিন্তু প্রতিবারই দেখা যায় তার জামিন খারিজ হয়। আবার দিল্লি নিয়ে যাওয়ার আগেও ফিসচুলা নিয়ে সমস্যায় ভুগছেন বলেও জানিয়েছিলাম। যদিও তাতেও রক্ষা পাননি তিনি।