‘বিরোধী নেই’ বলতেন অনুব্রত, এখন বিরোধীরাই ভাবাচ্ছে তাঁকে

‘বিরোধী নেই’ এই কথা নির্বাচনের আগে শোনা যেতো অনুব্রত মন্ডলের গলায়। আর এবার সেই বিরোধীরাই ভাবাচ্ছে অনুব্রত মন্ডলকে।

হিমাদ্রি মণ্ডল : জেলায় লোকসভা নির্বাচনের খারাপ ফলাফলের পর একের পর এক কর্মী সম্মেলন করছেন অনুব্রত মন্ডল। আজ অনুব্রত মন্ডলের একটি কর্মীসভা ছিল সিউড়ি ইন্ডোর স্টেডিয়ামে। আর এই কর্মীসভা বা অনান্য কর্মীসভাতেও বারবার উঠে আসছে বিরোধীতত্ত্ব।। প্রশ্ন উঠছে, হারের কারন কি? আর বেশির ভাগ ক্ষেত্রেই নেতৃত্বরা উত্তর দিচ্ছেন যে, সিপিএম ও কংগ্রেসের ভোট একত্রিত হয়ে পড়েছে বিজেপিতে। আর সেই কারনেই হার।

যদিও, এই উত্তর বার বার শুনে বেশ বিরক্ত হচ্ছেন অনুব্রত বাবু। আর সকলের কাছে বুঝে নিচ্ছেন আগামী নির্বাচনের ফলাফলের হিসেব নিকেশ।

আর সব থেকে বড় বিষয় হলো, এই কর্মী সম্মেলনে বার বার বিরোধীতত্ত্ব শুনে বিরোধী ইস্যুই যে সব থেকে বেশি ভাবাচ্ছে অনুব্রত মন্ডলকে তা স্পষ্ট। সাথে সাথেই এবার বিরোধীহীন বীরভূমের তত্ত্বও যেন খারিজ হয়ে যাচ্ছে তা মনে করছেন বীরভূমের রাজনৈতিক মহল।

যদিও, অনুব্রত মন্ডল মানতে নারাজ এখনো বিরোধীতত্ত্ব। উনার দাবী, ‘কিছু সিপিএম আছে যারা বিজেপিতে ভোট দিয়েছে। আমরা তাদের ফিরিয়ে আনার, আমাদের দলে আনার চেষ্টা করছি।’

অন্যদিকে, বেশ কিছু ক্ষেত্রে বালিঘাটের সমস্যাও সামনে এসেছে কর্মীদের মাধ্যমে। সেখানেই কড়া মনোভাব দেখিয়েছেন অনুব্রত মন্ডল। মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, মানুষ না চাইলে বালিঘাট থাকবে না। কমপ্ল্যান হলেই বন্ধ করে দেওয়া হবে। তবে লিজ প্রাপ্ত বালিঘাট সরকারকে টাকা দিয়ে চালায় বালিঘাট মালিকরা। সেটা কি আদতে বন্ধ করা সম্ভব? সেই প্রশ্ন থাকছে।