বাড়ি ফিরেই অনুব্রত মণ্ডলের বার্তা, ‘অন্যায় কাজে থাকবেন না’

নিজস্ব প্রতিবেদন : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল দীর্ঘ দেড় মাস ধরে বাড়ির বাইরে! যে নেতার নির্দেশে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকেই অসুস্থ হয়ে বারংবার হাসপাতালে দ্বারস্থ হতে হয়। তবে সেই অসুস্থতা কাটিয়ে অবশেষে শুক্রবার বাড়ি ফিরলেন প্রিয় কেষ্ট দা।

বীরভূমের এই দাপটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার কান্ড সহ একাধিক মামলায় সিবিআইয়ের নজরে রয়েছেন। একের পর এক তলব পাওয়ার পর গত এপ্রিল মাসের ৬ তারিখ কলকাতার সিবিআই দপ্তর নিজাম প্যালেসে হাজিরা দিতে যাওয়ার সময় অসুস্থ হয়ে ভর্তি হন এসএসকেএম হাসপাতালে উডর্বান ওয়ার্ডে। সেখানে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ছুটি পেয়ে চলে যান কলকাতার চিনার পার্ক ফ্ল্যাটে।

তবে এরপরেও সিবিআই তার পিছু ছাড়েনি। তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পেয়ে ফ্ল্যাটে ফেরার পরই একের পর এক তলব শুরু হয়। সেই সকল তলবের পরিপ্রেক্ষিতে অবশেষে গত বৃহস্পতিবার তিনি হাজিরা দেন সিবিআই দপ্তরে। সেখানে দীর্ঘ ৪ ঘন্টা সিবিআইয়ের মুখোমুখি হওয়ার পর সিবিআই দপ্তর থেকে বেরিয়ে ফের চলে যান এসএসকেএম হাসপাতাল। সেখানে হয় তার রুটিন চেকআপ। এরপর শুক্রবার ফিরলেন বোলপুরের বাড়িতে।

শুক্রবার তাঁর বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তেই উপচে পড়া ভিড় দেখা যায় বাড়ির সামনে। সকাল থেকেই তৈরি করা হয় মঞ্চ। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে তার অনুগামীদের আগমন ঘটতে শুরু করে বাড়ির সামনে। এদিন যেভাবে ভিড় লক্ষ্য করা যায় তার বাড়ির সামনে তাতে তারা যেন ছিল উৎসবের মেজাজ।

সকাল থেকে এই ভিড়ের পর বিকেল বেলায় অনুব্রত মণ্ডল বাড়ি ফিরতেই কর্মীদের মধ্যে চরম উৎসাহ লক্ষ্য করা যায়। অনুব্রত মণ্ডল বোলপুরে ফিরে গাড়ি থেকে নেমে মঞ্চে উঠে ছোট্ট বক্তব্য রাখেন। যেখানে তিনি বলেন, “ভগবান ও আল্লার দোয়াতে সুস্থ হয়ে বোলপুরের মাটিতে পা দিয়েছি। কোন অন্যায় কাজে থাকবেন না। মানুষের পাশে থাকুন, মানুষের উন্নয়ন করুন, মানুষকে ভালোবাসুন, সব শ্রেণীর মানুষের জন্য কাজ করুন।”